বিভিন্ন দাবিতে নড়াইলে মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন

4
23

স্টাফ রিপোর্টার

অতিরিক্ত ৪% কর্তন প্রত্যাহারসহ বিভিন্ন দাবিতে নড়াইলের বেসরকারি মাদ্রসারা শিক্ষক-কর্মচারীরা মানববন্ধন ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছেন। রবিবার বেলা ১১ টার দিকে নড়াইল আদালত সড়কের সামনে নড়াইল জেলা জমিয়াতুল মোদার্রেছীনের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক-কর্মচারি অবসর সুবিধা বোর্ড ও শিক্ষক-কর্মচারী কল্যাণ ট্রাষ্টের শিক্ষক কর্মচারীদের বেতন হতে অতিরিক্ত ৪% কর্তনের প্রজ্ঞাপন প্রত্যাহার, পূর্ণাঙ্গ পেনশন সুবিধা চালু, বেসরকারি শিক্ষক-কর্মচারীদের চাকুরী জাতীয়করণ, স্বতন্ত্র ইবতেদায়ী শিক্ষকদের জাতীয় স্কেলে বেতন ভাতা প্রদান, নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত, সম্মানজনক বাড়িভাড়া, পূর্ণাঙ্গ উৎসবভাতা ও মেডিকেল ভাতা প্রদানের দাবি জানান।

পরে সংগঠনের নেতৃবৃন্দ জেলা প্রশাসক আনজুমান আরা মাধ্যমে প্রধানমন্ত্রী বরারব স্মারকলিপি প্রদান করেন। এ সময় জমিয়াতুল মোদার্রেছীনের জেলা সভাপতি অধ্যক্ষ মোঃ আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ ফজলুল করিম, সহ-সভাপতি অধ্যক্ষ মুহাম্মাদ নাছির উদ্দিন, মাওলানা দবির উদ্দিনসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।