নড়াইলে শিশুর মায়ের দুধের বিকল্প খাদ্যের নেতিবাচক দিক নিয়ে সভা অনুষ্ঠিত

4
16

স্টাফ রিপোর্টার

মাতৃদুগ্ধ বিকল্প, শিশুর খাদ্য, বাণিজ্যিকভাবে প্রস্তুতকৃত শিশুর বাড়তি খাদ্য ও তার ব্যবহারের সরঞ্জামাদি (বিপণন নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ ও ইহার বিধিমালা, ২০১৭ বিষয়ে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৫ মে) সকাল ১০টায় নড়াইলের সিভিল সার্জনের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ ব্রেস্টফিডিং ফাউন্ডেশনের (বিপিএফ) আয়োজনে ও জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান জাতীয় পুষ্টিসেবার সহযোগিতায় সভায় নড়াইলের সিভিল সার্জন ডাঃ আসাদ উজ-জামান মুন্সীর সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি জেলা প্রশাসক আনজুমান আরা, বিশেষ অতিথি পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার), নড়াইল প্রেসক্লাবের সভাপতি এ্যাডভোকেট মোঃ আলমগীর সিদ্দিকী। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন নড়াইল প্রেসক্লাবের সাবেক সভাপতি এনামুল কবির টুকু, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার অলোক কুমার বাগচী, মা ও শিশু কল্যাণ কেন্দ্রের চিকিৎসক প্রশান্ত কুমার মল্লিক, সিভিল সার্জন অফিসের জেলা স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মোল্যা ফোরকান আলী, জুনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মোঃ ইউনুস আলী, বাংলাদেশ ব্রেষ্টফিডিং ফাউন্ডেশনের খুলনা বিভাগীয় সমন্বয়কারী সুজিত মৌলিক, খুলনা বিভাগীয় প্রোগ্রাম এক্সিকিউটিভ এ টি এম নাশীদ কামাল, প্রজেক্ট অফিসার মোতাকাব্বির রাহাতসহ অনেকে।

সভায় বাজারে বাণিজ্যিকভাবে বিক্রয়কৃত শিশুখাদ্যের নেতিবাচক দিকগুলি তুলে ধরে এবং মায়ের দুধের উপকারিতার বিভিন্ন দিক তুলে ধরা হয়। এছাড়া মাতৃদুগ্ধ বিকল্প, শিশু খাদ্য, বানিজ্যিক ভাবে প্রস্তুতকৃত শিশুর বাড়তি খাদ্য ও উহার ব্যাবহারের সরঞ্জামাদি ( বিপণন নিয়ন্ত্রন) আইন,২০১৩ ও এর বিধিমালা, ২০১৭ এর বাস্তবায়নে কি কি করণীয় সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সভায় সরকারি কর্মকর্তা, জেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাগণ , ডাক্তার,এনজিও প্রতিনিধিধ, সাংবাদিক, পুরোহিত, প্রাইমারি শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি ৪৫ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন।