নড়াইলের লোহাগড়ায় ব্যাংকের সামনে থেকে টাকা ছি’নতাই

131
88
সার ও বীজ বিতরণ

স্টাফ রিপোর্টার

নড়াইলের লোহাগড়ার লক্ষ্মীপাশা সোনালী ব্যাংক ট্রেজারি শাখা চত্বর থেকে কৌশলে টাকা ছি’নিয়ে নিয়েছে এক দুর্বৃত্ত। গত সোমবার দুপুরে লোহাগড়া কলেজপাড়ার বাসিন্দা সাইফুর রহমান মোল্লার ৩৩ হাজার ৫০০ টাকা ছি’নিয়ে নেয় ওই দুর্বৃত্ত। সাইফুর রহমান জানান, ওই ব্যাংক থেকে পেনশনের ৩৩ হাজার ৫০০ টাকা তুলে বাজার করা ব্যাগে টাকাগুলো রেখে ব্যাংকের দোতলা থেকে নিচে নামি। ব্যাংক থেকে বের হয়ে মোটরসাইকেলের বামপাশের হুকে ব্যাগটি রেখে মোটরসাইকেল চালানো শুরু করি। একটু সামনে গিয়েই দেখি টাকার ব্যাগ নেই। এ ঘটনায় ওই রাতেই লোহাগড়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

তিনি আরো জানান, লোহাগড়া থানাধীন লক্ষ্মীপাশা চৌরাস্তার সিসি ক্যামেরার ভিডিওতে দেখা যায়, টাকার ব্যাগটি মোটরসাইকেলের হুকে বেধে চালানো শুরু করলে এক দুর্বৃত্ত ছোঁ মেরে ব্যাগটি নিয়ে দ্রুত পায়ে হেটে চলে যায়। ওই দুর্র্বৃত্তের আনুমানিক বয়স ৪৫ বছর। কালো চেহারার ওই ব্যাক্তির পরনে ছিল সাদা শার্ট ও গ্যাবাডিনের খাকি রঙের প্যান্ট এবং পায়ে স্যান্ডেলশ্যু।

ব্যাংকের শাখা ব্যবস্থাপক আবুল কালাম আজাদ বলেন, ব্যাংক থেকে টাকা তুলে ব্যাংকের বাইরে যাওয়ার পর দুর্বৃত্তরা কৌশলে টাকা ছি’নিয়ে নেয়। ব্যাংকের নিজস্ব সিসি ক্যামেরা জন্য দুই মাস অন্তর ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হচ্ছে, কিন্তু বরাদ্দ হচ্ছে না। সিসি ক্যামেরা থাকলে দুর্বৃত্তকে ধরা সহজ হতো। লোহাগড়া থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ মোকাররম হোসেন বলেন, ‘চুরি হওয়া ওই টাকা উদ্ধার ও দুর্বৃত্তদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।