লোহাগড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’গ্রুপের সংঘর্ষঃ মহিলাসহ অন্তত ৩০জন আহত

0
18
লোহাগড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’গ্রুপের সংঘর্ষ মহিলাসহ অন্তত ৩০জন আহত
লোহাগড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’গ্রুপের সংঘর্ষঃ মহিলাসহ অন্তত ৩০জন আহত

স্টাফ রিপোর্টার

নড়াইলের লোহাগড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সাবেক মেম্বার ইব্রাহীম মোল্যা ও বর্তমান মেম্বার নজরুল মোল্যা গ্রুপের মধ্যে সংঘষের্র খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (১১ মে) ভোর ৬ টায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। উভয় পক্ষের মহিলাসহ অন্তত ৩০ জন আহত হয়েছে। এ সময় উভয় পক্ষের ঘর-বাড়ী ভাংচুর করা হয়। আহতরা লোহাগড়া, কালিয়া ও গোপালগঞ্জ জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

জানা যায়, নড়াইলের কালিয়া উপজেলার সিমান্তবর্তী লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নের চাপুলিয়া গ্রামের পরিত্যক্ত একটি ঘর থেকে চোর সন্দেহে বর্তমান মেম্বারের ছেলে রবিউলকে আটক করে। পরে তার পিতার নিকট সোপর্দ করা হয়। রবিউল এ ঘটনায় প্রতিপক্ষ প্রতিবেশী রহমানের ছেলে সুজনের নাম সংযুক্ত করে। পরে নজরুল মেম্বার সুজনকে বেদম মারপিট করে। বিষয়টি স্থানীয় চেয়ারম্যান শুক্রবার মিমাংসার দিন ধার্য়্য করে। কিন্তু বিচারের অপেক্ষা না করে বৃহস্পতিবার ভোরে উভয়পক্ষরা দেশীয় অস্ত্রে-সস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে মহিলাসহ অন্তত ৩০ জন আহত হয়। চেয়ারম্যান হাসান আল মামুদ বলেন, ‘শুক্রবার বিচারের দিন ধায্য ছিল। কিন্তু পরবর্তীতে নজরুল মেম্বার রাতে মিটিং করে বুহস্পতিবার এ সংঘর্ষে লিপ্ত হয়।’

এ বিষয়ে লোহাগড়া থানার ওসি মো.নাসির উদ্দিন বলেন,‘পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। কোন পক্ষই থানায় অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’