নড়াইলে ১লাখ ৬০ হাজার ১শত ২২ জন শি’শুকে হা’ম রুবে’লা টি’কা দেয়া হবে

1
22
নড়াইলে ১লাখ ৬০ হাজার ১শত ২২ জন শি'শুকে হা'ম রুবে'লা টি'কা দেয়া হবে
নড়াইলে ১লাখ ৬০ হাজার ১শত ২২ জন শি'শুকে হা'ম রুবে'লা টি'কা দেয়া হবে

স্টাফ রিপোর্টার

নড়াইল জেলায় ১২ ডিসেম্বর থেকে “হা’ম-রু’বেলা টি’কাদা’ন ক্যা’ম্পেইন শুরু হয়েছে। আগামী ২৪ জানুয়ারী পর্যন্ত ক্যা’ম্পেইন চ’লাকা’লে জেলায় ৯ মাস থেকে শুরু হয়ে ১০ বছরের কম বয়’সী ১লাখ ৬০ হাজার ১শত ২২ জন শি’শুকে হা’ম রু’বেলা টি’কা দেয়া হবে। ১ হাজার ৩৯ টি ইপিআই এর স্থায়ী কেন্দ্রের মাধ্যমে এসব টি’কা দেয়া হবে।

শনিবার সকালে নড়াইল পৌরসভার ৫নং ওয়ার্ডের প্রয়াত মেয়র মোঃ জাহাঙ্গীর বিশ্বাসের পুরা’তন বাড়ীর টি’কাদা’ন কেন্দ্রে এ কর্মসূচীর উদ্বোধন সিভিল সা’র্জন ডাঃ আব্দুল মোমেন। এসময় পৌরসভার প্যানেল মেয়র মোঃ রেজাউল বিশ্বা’স, মে’ডিকেল অফিসার ডাঃ সৈয়দ শফিক তমাল, সি’নিয়ার স্বা’স্থ্য শিক্ষা কর্মকর্তা মোল্যা ফোরকান আলী, ইপিআই কর্মকর্তা হারাধন বিশ্বা’স, মোঃ নাজমুল ইসলামসহ সে’বিকা ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্র’নিক্স মিডিয়ার সংবাদ কর্মিরা উপস্থিত ছিলেন।

সিভিল সা’র্জন ডাঃ আব্দুল মোমেন বলেন, ৯ মাস থেকে শুরু হয়ে ১০ বছরের কম বয়’সী কোন শি’শু যাতে টী’কা থেকে ব’ঞ্চিত না হয় সে জন্য কোন কোন কেন্দ্রে কবে কখন টি’কা দেয়া হবে তা মাই’কিং এবং স্থানীয় মসজিদে খুদবার সময় জানিয়ে দেয়া হবে।’