নড়াইলে সুলতান উৎসবের সমাপনী দিনে চিত্রা নদীতে নারী-পুরুষের বিশাল নৌকা বাইচ

0
56

স্টাফ রিপোর্টার

চিত্রশিল্পী এস এম সুলতানের ৯৫তম জন্মবার্ষিকী উপলক্ষে চার দিনব্যাপি সুলতান উৎসবের সমাপনী দিনে নড়াইলের চিত্রা নদীতে নারী ও পুরুষের বিশাল নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে নড়াইল শেখ রাসেল সেতুর সামনে নৌকা বাইচের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল এমপি।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের সচিব ড. মোঃ জাফর উদ্দীন, নড়াইল জেলা প্রশাসক আনজুমান আরা, পুলিশ সুপার মো জসিম উদ্দিন পিপিএম, নৌকা বাইচ প্রতিযোগিতা উপ-কমিটির আহবায়ক অতিরিক্ত পুলিশ সুপার শেখ ইমরান, এস এম সুলতান ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু প্রমুখ। জেলা প্রশাসনের আয়োজনে নৌকা বাইচে প্রাণ বেভারেজ লিঃ পৃষ্টপোষকতা করেছে।

নড়াইল শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া চিত্রা নদীর দুই পাড়ে অর্ধ লক্ষাধিক মানুষ এ বাইচ উপভোগ করেন। চিত্রা নদীতে নৌকা বাইচ মাতাতে নড়াইলের একটি সারি দল দর্শকদের মাতাতে ট্রলারে সারি গানের আয়োজন করে। নড়াইল, মাগুরা, খুলনা, ফরিদপুর থেকে ২০টি নৌকা অংশগ্রহন করে। চিত্রা নদীর শেখ রাসেল সেতু থেকে এসএম সুলতান সেতু পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার দীর্ঘ এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

নড়াইলে বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ৯৫তম জন্মবার্ষিকী উপলক্ষে বুধবার (১১ সেপ্টেম্বর) থেকে সুলতান মঞ্চে চার দিনব্যাপি সুলতান উৎসব শুরু হয়। নড়াইলের সুলতান মঞ্চে সুলতান উৎসবে বিভিন্ন আয়োজনের মধ্যে ছিল সারা দেশ থেকে শিশু পর্যায়ে ৪৫০টি ছবি সংগ্রহ করে জাতীয় শিশু চিত্রাংকন প্রতিযোগিতা, চিত্র প্রদর্শনী, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, ক্রেষ্ট ও পুরস্কার বিতরণ এবং নৌকা বাইচ।

উল্লেখ্য, বিশ্ববরেণ্য এই শিল্পী ১৯২৪ সালের ১০ আগস্ট নড়াইল শহরের মাছিমদিয়ায় জন্মগ্রহণ করেন এবং ১৯৯৪ সালের ১০ অক্টোবর যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে মৃত্যুবরণ করেন।