২১ আগস্ট গ্রেনেড হামলার রায়ে নড়াইলে আনন্দ মিছিল

12
134

স্টাফ রিপোর্টার

২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বাবরসহ ১৯ জনকে মৃত্যুদন্ড ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানসহ ১৭ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেয়ায় রায়কে স্বাগত জানিয়ে নড়াইলে আনন্দ মিছিল বের হয়েছে। দুপুর ১২টার দিকে জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলুর নেতৃত্বে এবং জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নড়াইল পৌরসভার মেয়র জাহাঙ্গীর বিশ্বাসের নেতৃত্বে শহরের রূপগঞ্জ মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে থেকে একটি আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা আওয়ামীলীগের কার্যালয়ের সামনে শেষ হয়।

এসময় পথসভায় সাজাপ্রাপ্ত পলাতক আসামীদের অবিলম্বে দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করার দাবি জানিয়ে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু, পৌরমেয়র জাহাঙ্গীর বিশ্বাস, জেলা আওয়ামীলীগ নেতা হাফিজ খান মিলন, মিটুল কুন্ডু, জেলা পরিষদের সদস্য বিলো বিশ্বাস,নাজনিন সুলতানা রোজী, জেলা যুবলীগ নেতা মাহফুজুর রহমান, মোঃ ইকবাল হোসেন, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তারিকুল ইসলাম উজ্জল, সাধারন সম্পাদক এস এম পলাশ, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নিলয় রায় বাধন প্রমুখ। এসময় আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।