লিবিয়ার পূর্বাঞ্চলে সংঘর্ষে ১১ জন নিহত

20
11

ডেস্ক রিপোর্ট

লিবিয়ার পূর্বাঞ্চলীয় দারনা নগরীতে বৃহস্পতিবার সেনাবাহিনী ও জঙ্গিদের ব্যাপক সংঘর্ষে ৫ সেনা সদস্য ও ৬ জঙ্গি নিহত হয়েছে। সামরিক সূত্র একথা জানায়। বৃহস্পতিবার দিনের শেষে দারনা আল-ওয়াহদা হাসপাতালের একটি সূত্র জানিয়েছে, হাসপাতাল মুজাহিদিন অব দারনার সুরা কাউন্সিলের ৬ সদস্যের মৃতদেহ গ্রহণ করেছে। তবে আরো অনেকে আহত হয়েছে। আহতদের বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সামরিক এক কর্মকর্তা বলেন, সন্ত্রাসীদের সঙ্গে সংঘর্ষে ৫ সৈনিকের মৃত্যু হয়।

পূর্বাঞ্চলীয় দারনার সিহা শহর ব্যাপক সহিংসতায় জড়িত। এই সহিংসতা রোধে অগ্রগতি সামান্যই। জঙ্গিদের নিয়ন্ত্রিত উপকূলীয় শহর দারনায় অভিযান চালিয়ে সেনাবাহিনী ২০১৫ সালে এই এলাকা দখল করে।