নড়াইলে শিশু একাডেমি’র সাংস্কৃতিক উৎসব

0
6
নড়াইলে শিশু একাডেমি’র সাংস্কৃতিক উৎসব
নড়াইলে শিশু একাডেমি’র সাংস্কৃতিক উৎসব

স্টাফ রিপোর্টার

বাংলা নববর্ষ ১৪৩০ উদযাপন উপলক্ষ্যে নড়াইলে তিনদিনব্যাপী শিশু আনন্দ মেলা ও সাংস্কৃতিক উৎসব শুরু হয়েছে। নড়াইল জেলা শিশু একাডেমির আয়োজনে বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সকাল থেকে জেলা শিশু একাডেমি চত্বরে এ উৎসবের উদ্বোধন হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোসা: সাদিরা খাতুন। উদ্বোধনী দিনে শিশু সমাবেশ, শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা, শিশু ও তাদের অভিভাবকদের ঝুড়িতে বল নিক্ষেপ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। চিত্রাঙ্কন প্রতিযোগীরা রঙ ও তুলির আঁচড়ে বৈশাখী মেলা, ঘোড়া দৌড়, বাংলা নববর্ষের বিভিন্ন দৃশ্য ও প্রাকৃতিক দৃশ্য ফুটিয়ে তোলে।

এছাড়া আনন্দ মেলার অন্যান্য প্রতিযোগিতার মধ্যে রয়েছে আবৃত্তি, সংগীত, যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা আয়োজন। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো.ওয়ালিউর রহমানসহ জেলা শিশু একাডেমির কর্মকর্তা, অভিভাবক, সাংবাদিক, শিশু প্রতিযোগী সহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।