নড়াইলে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব এর ৯২তম জন্মবার্ষিকী পালিত

0
10
নড়াইলে বঙ্গমাতা ফজিলাতুননেছা মুজিব এর ৯২তম জন্মবার্ষিকী পালিত
নড়াইলে বঙ্গমাতা ফজিলাতুননেছা মুজিব এর ৯২তম জন্মবার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টার

বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী বঙ্গমাতা ফজিলাতুননেছা মুজিব এর ৯২তম জন্মবার্ষিকী নড়াইলে পালিত হয়েছে। সোমবার নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও উপ-পরিচালকের কার্যালয় মহিলা বিষয়ক অধিদপ্তর, নড়াইল এর আয়োজনে এ উপলক্ষে অসহায়/অস্বচ্ছল মহিলাদের মাঝে সেলাই মেশিন, আর্থিক সহায়তা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বঙ্গমাতার জীবনী ও জন্ম বাষির্কীর প্রতিপাদ্যের উপর আলোচনা সভা শেষে, জেলার ২৪ জন অসহায়/ অস্বচ্ছল মহিলাকে সেলাই মেশিন ও ৩০ জন অসহায়/ অস্বচ্ছল মহিলাকে প্রত্যেককে ২হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়। পরে মসজিদ/ মন্দিরে বিশেষ দোয়া / প্রার্থনার আয়োজন করা হয়। জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান এতে প্রধান অতিথি ছিলেন।

অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) মোঃ ফকরুল হাসান এর সভাপতিত্বে পুলিশ সুপার প্রবীর কুমার রায়, জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডঃ সুবাস চন্দ্র বোস, পৌর মেয়র আঞ্জুমান আরা, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) মৌসুমী মজুমদার, পৌর মেয়র আঞ্জুমান আরা, মুক্তিযোদ্ধা সাইফুর রহমান হিলু, মুক্তিযোদ্ধা তবিবর রহমান, এড রওশন আরা লিলি, সরকারি কর্মকর্তা,এনজিও প্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক , উপকারভোগীসহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন।