নড়াইলে নারী পা/চারকারীর বিরুদ্ধে শা/রিরিক প্রতিবন্ধির সংবাদ সম্মেলন

0
48
নড়াইলে নারী পা/চারকারীর বিরুদ্ধে শা/রিরিক প্রতিবন্ধির সংবাদ সম্মেলন
নড়াইলে নারী পা/চারকারীর বিরুদ্ধে শা/রিরিক প্রতিবন্ধির সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার

নড়াইলের লোহাগড়ায় নারী পাচা/রকারীর বিরুদ্ধে এক শারী/রিক প্রতিবন্ধি সংবাদ সম্মেলন করেছেন। লোহাগড়া উপজেলার বাতাসী গ্রামের মৃত-সেকেন্দার শেখের ছেলে শারিরিক প্রতিবন্ধি ২ সন্তানের জনক আশরাফ শেখ (৩৫) গতকাল (৭ আগস্ট) বিকালে লোহাগড়া সাংবাড়িক ইউনিয়নে লিখিত বক্তব্যে জানান, গ্রামের শেখপাড়া বাতাশী গ্রামের মকবুল মোল্যার ছেলে আশিক মোল্যা ও মাকড়াইল গ্রামের কালাম ফকিরের ছেলে এনামুল ফকির গত ৩১ জুলাই (আনুমানিক বিকাল ৫ টার দিকে) আমার নিজ বাড়ি বাতাসী গ্রাম থেকে মোবাইল ফোনে যোগাযোগ করে আমার স্ত্রী স্মৃতিকে (৩০) ঢাকায় চাকুরী দেওয়ার প্রলোভন দিয়ে ভারতে পাচার করার উদ্যেশ্যে নিয়ে যায়। এ ব্যাপারে আমি ১ আগস্ট লোহাগড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বরাবর আশিক মোল্যা, পিং মকবুল মোল্যা, মকবুল মোল্যা পিং মৃত-নাসের মোল্যা ও এনামুল ফকির,পিং কালাম ফকিরের নামে একটি অভিযোগ দায়ের করি। ওসি সাহেব আমার অভিযোগ গ্রহন করে আমাকে শান্তনা দিয়ে বলেন, আগামি ১০ দিনের মধ্যে আমার স্ত্রীকে উদ্ধার করে দেওয়া হবে এ মর্মে আমাকে বাড়িতে পাঠিয়ে দেন। ইতিমধ্যে গত ২ আগস্ট আমার ইমো নম্বরে আমার স্ত্রী আমাকে বলে যে, নারী পাচার কারী আশিক ,এনামুল ও তাদের সহযোগিরা আমাকে আটকে রেখেছে, তাদের ৩৫০০০/ টাকা না দিলে তারা আমাকে ভারতে বিক্রি করে দেবে। এছাড়া তারা তাকে নানাভাবে নির্যাতন করছে বলেও জানায়। আমি এ কথা শোনার পর থানায় জানায় যাই এবং মামলা করতে চাইলে ওসি সাহেব মামলা নেয়নি। আশিকের ব্যবহত মোবাইল নং ০১৯০৩৪৪০৮৪৩, ০১৯০৩১১০৮৪৩ এবং এনামুল এর মোবাইল নং ০১৯৯৭২১১৬৮৭। তিনি বর্তমান ২টি সন্তান নিয়ে বড় অসহায় অবস্থার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন বলে জানান। তিনি তার স্ত্রীকে উদ্ধার করে দেওয়ার জন্য প্রশাসনের সর্বাত্মক সহযোগিতা কামনা করেছেন।