লোহাগড়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

0
5
লোহাগড়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
লোহাগড়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

স্টাফ রিপোর্টার

নড়াইলের লোহাগড়ায় খরিপ-১/২২-২৩ মৌসুমে আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার (১৩ এপ্রিল) সকালে লোহাগড়া উপজেলা পরিষদ মিলনায়তনে ১৫শত প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে এ বীজ ও সার বিতরণ করা।

নড়াইলের জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন, লোহাগড়া উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ রইচ উদ্দিন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,বাংলাদেশ কৃষি মন্ত্রনালয়ের যুগ্ম সচিব মোঃ মশিউর রহমান । বিশেষ অতিথি ছিলেন, নড়াইল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক দীপক কুমার রায়, লোহাগড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএমএ হান্নান রুনু,উপজেলা নির্বাহী অফিসার মোঃ আজগর আলী প্রমুখ। বক্তারা কৃষকদের বলেন, বর্তমান কৃষকবান্ধব সরকার কৃষকদের সর্বাধিক ভর্তুকি দিয়ে যাচ্ছেন। ১ কেজি ইউরিয়া সারের প্রকৃত মূল্য ৯৮ টাকা হলেও কৃষকদের মাঝে সরকার দিচ্ছেন মাত্র ১৬ টাকায়। এভাবে কৃষিতে নানা প্রকার ভর্তুকি দিযে আসছে সরকার। বক্তারা আরো বলেন, দেশের ১ ইঞ্চি জায়গাও যেন ফাঁকা না থাকে । এ সময় প্রত্যেক কৃষকের মাঝে ৫কেজি উফসী আউস ধানের বীজ,১০কেজি এমওপি ও ২০কেজি ডিএপি সার বিনামূল্যে প্রদান করা হয়।