সংঘা/ত নয় শান্তি এই শপথ নিলো নড়াইলের গোন্ডব চালিঘাট গ্রামের বিবাদমান দু’টি পক্ষ

0
6
সংঘা/ত নয় শান্তি এই শপথ নিলো নড়াইলের গোন্ডব চালিঘাট গ্রামের বিবাদমান দু'টি পক্ষ
সংঘা/ত নয় শান্তি এই শপথ নিলো নড়াইলের গোন্ডব চালিঘাট গ্রামের বিবাদমান দু'টি পক্ষ

স্টাফ রিপোর্টার

সংঘা/ত ভুলে শান্তির শপথ নিলো নড়াইলের গোন্ডব চালিঘাট গ্রামের বিবাদমান দু’পক্ষ। এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই দলে বিভক্ত গ্রাম দুটির দীর্ঘদিনের র/ক্তক্ষ/য়ী সংঘা/ত নিরসনের আয়োজন করা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর আয়েজিত সভায় হাতেহাত ধরে এ শপথ নেয় দু’দলের দুই দলপতি। শুক্রবার (৭ মার্চ) কাশিপুর ইউনিয়ন পরিষদ কার্যালয় চত্বরে লোহাগড়া থানা এ সভার আয়োজন করে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, এলাকায় আ/ধিপত্য বিস্তার নিয়ে গোন্ডব চালিঘাট এই দুই গ্রামের মানুষ দু’পক্ষে বিভক্ত হয়ে দ্ব/ন্দ্বে জড়িয়ে পড়ে। বিগত প্রায় এক দশক যাবত চলা দ্বন্দ্বের জেরে বিভিন্ন সময় সংঘঠিত সংঘ/র্ষে বহু র/ক্তপাতের ঘটনা ঘটে আসছে। ফলশ্রুতিতে জানমালের অপূরনীয় ক্ষ/য়ক্ষ/তির পাশাপাশি দীর্ঘ সময় জুড়ে এলাকায় চরম অশান্তি বিরাজ করছিল। একাধিক হ/ত্যা মামলাসহ চলমান রয়েছে ১৯টি মা/মলা।

পুলিশ সুপার প্রবীর কুমার রায়ের উদ্যোগে বিরাজমান এ অস্থীতিশীল অবস্থা কাটিয়ে শান্তি ফেরাতে আইনশৃঙ্খলা সভার আয়োজন করা হয়। সভায় পুলিশ সুপার, আইনশৃঙ্খলা পরিপন্থি কর্মকান্ডে জড়িতদের বিরু/দ্ধে ক/ঠোর হু/শিয়ারি দেন। এসময় হাতে হাত রেখে শান্তির শপথ নেন বিবাদমান পক্ষ দু’টির দুই দলনেতা শেখ সুলতান মাহমুদ বিপ্লব ও মিরাজ ফকির। অনুষ্ঠানে পুলিশের উর্দ্ধতন কর্মকর্তা ছাড়াও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।