নড়াইলে ধ’র্ষ’ণ বিরো’ধী মানববন্ধন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

4
22
নড়াইলে ধ'র্ষ'ণ বিরো'ধী মানববন্ধন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
নড়াইলে ধ'র্ষ'ণ বিরো'ধী মানববন্ধন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার

ব’ন্ধ করো না’রীর প্রতি তোমার অশু’ভ থা’বা, হয়তো তুমিও হবে কোন মে’য়ের বা’বা, এই শ্লো’গানকে সামনে রেখে নড়াইলে না’রীর প্রতি স’হিং’সতার বিরু’দ্ধে মানববন্ধন ও সাং’স্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫অক্টোবর) বেলা ১১টায় নড়াইল আইনজীবী ভবনের সামনে আদালত চত্বরে সড়কে বাংলাদেশ না’রী মু’ক্তি সংসদ ও জেলা গণশিল্পী সংস্থার আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। আয়োজনে দেশত্ববোধক, না’রী জা’গরণ সং’গীত করেন শিল্পীরা এবং বক্তারা স’চেত’নতামূলক বক্তব্য প্রদান করেন। ধ’র্ষ’ণ ও না’রী নি’র্যাত’ন প্রতিরো’ধে সরকারের গৃহিত কর্মসূচির জন্য সাধুবাদ জানান।

এ সময় সম্মিলিত সাংস্কৃতিক জো’ট নড়াইলের সভাপতি মলয় কুন্ডু, জেলা গ’ণশিল্পী সংস্থার আহবায়ক মলয় কান্তি নন্দী, জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি এ্যাডভোকেট নজরুল ইসলাম, এ্যাডভোকেট কাজী বসিরুল হক, না’রী নে’ত্রী রওশন আরা কবীর লিলিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।