নড়াইলের কালিয়ায় একটি রাস্তা বন্ধ, ১৫টি পরিবার দেড় মাস যাবত অবরু*দ্ধ

3
38
কালিয়া
কালিয়া, নড়াইল ম্যাপ

স্টাফ রিপোর্টার

নড়াইলে কালিয়ায় শতবছরের রাস্তা ব*ন্ধ করে অন্তত ১৫টি পরিবারকে প্রায় দেড় মাস যাবত কার্যত অ*বরু*দ্ধ করে রাখার অভিযো*গ উঠেছে স্থানীয় প্রভা*বশা*লীদের বিরু*দ্ধে। বাড়ি যাতায়াতের একমাত্র রাস্তা ব*ন্ধ হয়ে যাওয়ায় মানবে*তর দিন যাপনরত অ*সহায় পরিবারগুলো স্বাভাবিক জীবনে ফেরার আকু*তি জানিয়েছেন। অভিযুক্ত প্রভা*বশা*লিদের দাবি রাস্তা তাদের জায়গায়। চলাচলের রাস্তা বন্ধ করা অমা*নবিক বলে সচেতন এলাকাবাসী, জনপ্রতিনিধি সবাই অভিমত দিলেও ভূ*ক্তভো*গী পরিবারগুলোর দুর্দ*শা লা*ঘবে নেই দৃশ্যমান কোন অগ্রগতি।

পুরুলিয়া ইউনিয়নের কলামনখালী গ্রামের শতবর্ষী রাস্তাটি এখানে বসবাসকারি পরিবারগুলোর বাড়ি থেকে বের হয়ে নড়াইল-কালিয়া প্রধান সড়কে যাওয়ার একমাত্র সংযোগ সড়ক। এছাড়া পার্শ্ববর্তী উড়শী গ্রামের শিক্ষার্থীরাও এ পথ দিয়ে স্থানীয় শাহবাগ মাধ্যমিক বিদ্যালয়ে যাতায়াত করে। এক সময় রাস্তাটি সংকী*র্ণ থাকলেও সময়ের প্রয়োজনে প্রশস্থ করে ই’ট বি*ছিয়ে উন্নয়ন করা হয়েছে। এখানকার বাসিন্দা আজু শেখদের সঙ্গে তাদের চাচাতো ভাই শরিফুল শেখদের সম্প্রতি বসত বাড়ির সীমানা নিয়ে বিরো*ধের এক পর্যায়ে প্রায় দেড় মাস আগে শরিফুলরা রাস্তার এ জায়গা নিজেদের দাবি করে এর প্রবেশ মুখে বালু ফে*লে ব*ন্ধ করে দেয়া ছাড়াও প্রা*চীর তু’লে লম্বভাবে ঘি*রে নিজেদের দখ*লে নিতে পিলার নির্মাণ করছে। এর ফলে এখকনকার ভ্যান চালকেরা ভ্যান নিয়ে বের হতে না পারায়, রোজগার ব*ন্ধ থাকায় পরিবার পরিজন নিয়ে ক*ষ্টে প*ড়েছে। স্বাভাবিক চলাচলে বাঁ*ধা সৃষ্টির ফলে চ*রম সং*কটে অন্যরাও। এঅবস্থায় ভু*ক্তভো*গীরা দ্রুত কাদের রাস্তা চলাচলের জন্য খুলে দিতে সংশ্লিষ্ঠ কতৃপক্ষের কাছে আবেদন জানিয়েছে।