নড়াইলে এসএসসি ও সমমানের পরীক্ষা দিচ্ছে ১০ হাজার ৯শ’ ৫৬ জন শিক্ষার্থী

2
27

স্টাফ রিপোর্টার

নড়াইল জেলায় এ বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিয়েছে ১০ হাজার ৯শ’ ৫৬ জন শিক্ষার্থী। এর মধ্যে ৫ হাজার ৯শ’ ৬৯ জন ছাত্র এবং ৪ হাজার ৯শ’ ৮৭ জন ছাত্রী পরীক্ষার্থী হিসেবে অংশগ্রহণ করছে।

এসএসসি পরীক্ষায় জেলার তিনটি উপজেলার ১৪টি কেন্দ্রের আওতায় ৮হাজার ৯শ৪৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে। এর মধ্যে নড়াইল সদর উপজেলার নড়াইল সরকারী উচ্চ বিদ্যালয়, নড়াইল সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়, পার্ব্বতী বিদ্যাপীঠ, মাইজপাড়া মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের অধীনে ২হাজার ৮শত ৪৪ জন পরীক্ষার্থী।

লোহাগড়া উপজেলায় লোহাগড়া পাইলট সরকারী উচ্চ বিদ্যালয়, লক্ষ্মীপাশা আদর্শ বিদ্যালয়, ইতনা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ, দিঘলিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, লাহুড়িয়া হাফেজ আঃ করিম একাডেমীর অধীনে অংশ নিচ্ছে ৩হাজার ৩শত ১৩ জন।

কালিয়া উপজেলায় কালিয়া পাইলট সরকারী উচ্চ বিদ্যালয়, কালিয়া পিএস পাইলট মাধ্যমিক বিদ্যালয়, শেখ ফজিলাতুন্নেছা মুজিব উচ্চ বালিকা বিদ্যালয়, চাঁচুড়ি পুরুলিয়া মাধ্যমিক বিদ্যালয়, বাঐসোনা কামশিয়া (বহুমুখী) মাধ্যমিক বিদ্যালয়ের অধীনে ২ হাজার ৭শত ৮৯ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে।

দাখিল পরীক্ষায় (৩টি কেন্দ্র) সদরের শাহাবাদ মাজীদিয়া কামিল মাদ্রাসা, লোহাগড়ার আল-জামেয়তাুল ইসলামিয়া আলিম মাদ্রাসা ও কালিয়া আলিম মাদ্রাসা কেন্দ্রের অধীনে ১হাজার ২শ ২৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে। এছাড়া এসএসসি ভোকেশনালে ৪টি কেন্দ্রের অধীনে ৭শত ৮৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে।

শনিবার (২ ফেব্রুয়ারি) পরীক্ষার প্রথম দিনে বাংলা প্রথম পত্র পরীক্ষা চলাকালে বিভিন্ন পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেন জেলা প্রশাসক আনজুমান আরা। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শিক্ষা মন্ত্রীর নির্দেশে নকলমুক্ত পরিবেশে পরীক্ষা সম্পন্নের জন্য যাবতীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে, পরীক্ষা কেন্দ্রে কোন প্রকার ছাড় দেয়া হবে না বলে জেলা প্রশাসক সাংবাদিকদের জানিয়েছেন।