খুলনা বিভাগের সম্পাদকদের সাথে শিশু ও নারী উন্নয়ন বিষয়ক সংলাপ অনুষ্ঠিত

0
11

স্টাফ রিপোর্টার

খুলনা বিভাগের সম্পাদকদের সাথে শিশু ও নারী উন্নয়ন বিষযক এক কর্মশালা ও সংলাপ অনুষ্ঠিত হয়েছে। প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পি আই বি) আয়োজিত খুলনা বিভাগের বিভিন্ন পত্রিকার সম্পাদকদের সাথে শিশু ও নারী উন্নয়ন বিষয়ক সংলাপ অনুষ্ঠিত হয়।

শুক্রবার (২৭ সেপ্টম্বর) সকাল ৯ঃ৩০ মিনিটে খুলনা সার্কিট হাউজ সেমিনার কক্ষে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ এর মহাপরিচালক জাফর ওয়াজেদ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা প্রশাসক মোহম্মদ হেলাল হোসেন (অনিবার্য কারণে অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন)।

দিনব্যাপী এ কর্মশালায় জেলা প্রশাসকের পক্ষে বক্তব্য রাখেন খুলনা এডিসি জেনারেল জিয়াউর রহমান। উক্ত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নড়াইল জেলার জাতীয় পোর্টাল দৈনিক ওশানের ভারপ্রাপ্ত সম্পাদিকা গুলশান আরা। অনুষ্ঠানের বিষয় উপস্থাপন করেন পিআইবি’র কনিষ্ঠ প্রশিক্ষক মোহাম্মদ শাহ আলম। শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম প্রকল্পের গৃহীত কার্যক্রম সংক্রান্ত উপস্থাপনা করেন তথ্য মন্ত্রণালয়ের প্রোগ্রাম অফিসার মো: হাবিবুর রহমান।