নড়াইলে বিশ্ব পর্যটন দিবস পালিত

0
6

স্টাফ রিপোর্টার

“ভবিষ্যতের উন্নয়নে, কাজের সুযোগ পর্যটনে” এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে বিশ্বব্যাপী পর্যটনের গুরুত্ব তুলে ধরতে এবং জনসাধারণকে পর্যটনে আগ্রহী করতে নড়াইলে বিশ্ব পর্যটন দিবস পালিত হয়েছে।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) দিবসটি পালন উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে র‌্যালী, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। সকালে এ উপলক্ষ্যে একটি র‌্যালী জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভাসহ অন্যান্য অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আনজুমান আরা। অতিরিক্ত জেলা প্রশাসক( সার্বিক) মোঃ ইয়ারুল ইসলামের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কাজী মাহবুবুর রশীদ, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইমরান হোসেন, নড়াইল পৌরসভার প্যানেল মেয়র মোঃ রেজাউল বিশ্বাস,সরকারি কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক- শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন।