নড়াইলে দু’দিনব্যাপি বিতর্ক উৎসব অনুষ্ঠিত

0
16

স্টাফ রিপোর্টার

নড়াইলে শনিবার ও রোববার দু’দিনব্যাপী বিতর্ক উৎসব অনুষ্ঠিত হয়েছে। এস এম সুলতান ডিবেটিং ক্লাবের আয়োজনে নড়াইল সরকারি উচ্চ বালক বিদ্যালয়ের মাল্টিমিডিয়া ক্লাস রুমে শনিবার (২৭জুলাই) সকাল ১০টায় এ উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক আনজুমান আরা। এ সময় এস এম সুলতান ডিবেটিং ক্লাবের সভাপতি তাসনিম সামিহা সুপ্রভার সভাপতিত্বে বক্তব্য রাখেন, নড়াইল সরকারি উচ্চ বালক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিতোষ কুমার দে, বিদ্যালয়ের সককারি শিক্ষক সমির বৈরাগি ও সংগঠনের সাধারন সম্পাদক অভিক চক্রবর্ত্তী।

এস এম সুলতান ডিবেটিং ক্লাবের বিতার্কিকরা শনিবার নড়াইল সরকারি উচ্চ বালক বিদ্যালয়ের মাাল্টিপারপাজ ক্লাস রুমে দিনব্যাপি বিতর্ক ও উপস্থিত বক্তৃতার বিভিন্ন বিষয়ের ওপর এ বিদ্যালয়ের ৫০ জন ছাত্রকে প্রশিক্ষণ প্রদান করেন এবং রোববার (২৮জুলাই) বিতর্ক, উপস্থিত বক্তৃতা এবং কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

রোববার দুপুরে প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে বই, জ্যামিতি বক্স এবং সার্টিফিকেট তুলে দেন নড়াইল শিশু বিষয়ক কর্মকর্তা ওয়ালিউর রহমান এবং নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিতোষ কুমার দে।