নড়াইলে ছেলেধরা গুজব বিষয়ে জনসচেতনতা সৃষ্টিতে আলোচনা

17
9

স্টাফ রিপোর্টার

ছেলেধরা গুজব বিষয়ে জনসচেতনতা সৃষ্টিতে শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে নড়াইলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা পুলিশের আয়োজনে মঙ্গলবার (২৩ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয় চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার) বলেন, সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে ছেলেধরা গুজব ছড়িয়ে গণপিটুনিতে কয়েকজন হত্যার মধ্য দিয়ে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির অপচেষ্টা চলছে। এটা ফৌজধারী অপরাধ। তাই প্রতিটি এলাকায় ছেলেধরা গুজবে কান না দিয়ে জনসচেতনতা বাড়াতে হবে। আইন নিজের হাতে তুলে না নিয়ে সন্দেহজনক ব্যক্তিকে পুলিশের হাতে সোপর্দ করতে হবে। এছাড়া ৯৯৯ নাম্বারে কল দিলে অল্প সময়ের মধ্যে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যাবে। এ বিষয়ে জনসচেতনতা সৃষ্টিতে শিক্ষক-শিক্ষার্থীদের যথেষ্ট ভূমিকা রয়েছে।

এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিতোষ কুমারসহ শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে নড়াইল সরকারি বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে এ সংক্রান্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।