টেন্ডুলকারের রেকর্ড ভেঙে দিলেন কোহলি

4
6

স্পোর্টস ডেস্ক

এক দিনের আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে দ্রুততম ১১ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন ভারতের অধিনায়ক ভিরাট কোহলি। ইংল্যান্ডে অনুষ্ঠিতব্য বিশ্বকাপে রবিবার (১৬ জুন) ম্যানচেস্টারে চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে এ রেকর্ড গড়েন ভারতীয় অধিনায়ক। ত্রিশ বছর বয়সী এই ব্যাটসম্যান ২২২ ইনিংসেই ১১ হাজার রানের মাইলফলক স্পর্শ করে ভারতীয় লিজেন্ড শচিন টেন্ডুলকারের রেকর্ড ভেঙ্গে ফেলেন। ২৭৬ ইনিংসে ১১ হাজার রান করেছিলেন টেন্ডুলকার। ওল্ড ট্রাফোর্ডে ভারতীয় ইনিংসের ৪৫তম ওভারে পাকিস্তান পেসার হাসান আলীকে বাউন্ডারি হাকিয়ে ১১ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন কোহলি। ৬৫ বলে ৭ চারে ৭৭ রান করেন তিনি। পাকিস্তানের বিপক্ষে মাঠে নামার আগে এই মাইলফলক থেকে ৫৭ রান দূরে ছিলেন কোহলি। ওয়ানডেতে ৫১তম হাফ সেঞ্চুরি করে পরে রেকর্ডটি গড়েন তিনি। ওয়ানডে ক্রিকেটে দ্রুত দশ হাজার রানের মাইলফলকটিও গত বছর স্পর্শ করেছেন কোহলি।