রাজধানীতে যাত্রীবাহী বাসের চাপায় দুই নারী শ্রমিক নিহত

5
10

নিউজ ডেস্ক

মঙ্গলবার (১ জানুয়ারি) রাজধানী ঢাকার মালিবাগ এলাকায় একটি যাত্রীবাহী বাসের চাপায় দুই নারী গার্মেন্টস শ্রমিক নিহত হয়েছে। নিহতরা হলেন- নাহিদ পারভিন পলি (১৯) ও মিম (১৩)। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর দেড়টার দিকে রাজধানীর আবুল হোটেলের সামনে রাস্তা পারা হওয়ার সময় সুপ্রভাত পরিবহনের একটি বাস পলি ও মিম চাপা দেয়। এতে ঘটনাস্থলে মিম মারা যান। পলিকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মালিবাগের এমএইচ ফ্যাশনে কাজ করতেন নিহত পলি ও মিম। দুর্ঘটনায় নিহত নাহিদ পারভীন পলি সাতক্ষীরার বাসিন্দা। বগুড়া জেলার গাবতলী থানার হোসেনপুর গ্রামের সোনা মিয়ার মেয়ে মিম।

হাতিরঝিল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু মো. ফজলুল করিম সংবাদ মাধ্যমে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বাসটি আটক করা হয়েছে। ময়নাতদন্তের জন্য দু’জনের মরদেহ ঢামেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এদিকে মালিবাগে আবুল হোটেলের সামনে বাসচালকের শাস্তির দাবিতে পোশাক কারখানার শ্রমিকেরা সড়ক অবরোধ করে রাখেন। এ সময় বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়। পুলিশের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।