নড়াইলে নতুন বই উৎসব পালিত

2530
79

স্টাফ রিপোর্টার

আজ ইংরেজি নতুন বছর ২০১৯ সালের প্রথম দিন। সারা দেশের ন্যায় নড়াইলেও নতুন বই উৎসব পালিত হয়েছে। মঙ্গলবার সকালে নড়াইল শহর সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে বিদ্যালয়ের আয়োজনে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে নতুন বই উৎসবের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক আনজুমান আরা।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ শাহ্ আলম এর সভাপতিত্বে বই উৎসবে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ আজিজুর রহমান ভূইয়া, প্রধান শিক্ষক মোঃ জাহিদুল ইসলাম, বিদ্যালয়ের শিক্ষকগণ, ছাত্র-ছাত্রী, অভিভাবকসহ অনেকে উপস্থিত ছিলেন।

পরে নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়, নড়াইল সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়সহ শহরের সকল বিদ্যালয়ে বই উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক আঞ্জুমান আরা। এছাড়া জেলার ৩টি উপজেলার সরকারি-বেসরকারি মাধ্যামিক ও প্রাথমিক বিদ্যালয়, কারিগরী বিদ্যালয় ও মাদ্রাসায় বই উৎসব পালিত হয়। এই জেলায় মাদ্রাসা ও ভকেশনালসহ মাধ্যমিক পর্যায়ে ১১ লাখ ৪৬ হাজার ২ শত ১০ খানা পাঠ্যপুস্তক এবং এবতেদায়ী মাদ্রাসাসহ প্রাথমিক পর্যায়ে প্রায় ৬ লাখ বই বিতরণ করা হবে।