নড়াইলে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ২য় রাউন্ডে ঝিনাইদহ

64
23

স্টাফ রিপোর্টার

নড়াইলে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে ২-১ গোলে চুয়াডাঙ্গা ফুটবল এসোসিয়েশনকে হারিয়ে ১ম রাউন্ড শেষে ২য় রাউন্ডে উঠেছে ঝিনাইদহ জেলা ফুটবল এসোসিয়েশন। নড়াইল জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় ১ম রাউন্ডের শেষ খেলা শুক্রবার (০৪ মে) বিকেলে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মাদ স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। ফুটবল উপযোগী পরিবেশে খেলায় প্রথম অর্ধে ১০মিনিটের সময় ১১নং জার্সিধারী ঝিনাইদহ জেলার পক্ষে একমাত্র গোল করে ম্যাসি। দ্বিতীয় অর্ধের ১১মিনিটের সময় ১০ নং জার্সি খোলোয়াড় সুজন ঝিনাইদহর পক্ষে আরো একটি গোল করে দলের গোল সংখ্যা বৃদ্ধি করে। দ্বিতীয় অর্ধের ৩৮ মিনিটের সময় চুয়াডাঙ্গার সোহেল গোল করে। দ্বিতীয় অর্ধে আর কোন গোল না হওয়ায় ঝিনাইদহ ফুটবল দল ২-১ গোলে চুয়াডাঙ্গা ফুটবল দল এসোসিয়েশনকে হারিয়ে ২য় রাউন্ডে উঠলো। খেলায় ঝিনাইদহ দলের ১১নং জার্সি ম্যাসি শ্রেষ্ঠ খেলোয়াড় নির্বাচিত হয়। শ্রেষ্ঠ খেলোয়াড়কে পুরস্কার প্রদান করেন জেলা প্রশাসক মোঃ এমদাদুল হক চৌধুরী। এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক আশিকুর রহমান মিকু, টুর্নামেন্ট কমিটির সম্পাদক মোঃ হাসানুজ্জামান। খেলা পরিচালনা করেন উজ্জল কুমার বিশ্বাস, মুকুল চৌধুরী, রজিবুল ইসলাম ও কামরুজ্জামান তুহিন।

জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে টুর্নামেন্টে কোলকাতা মোহামেডান স্পোটিং ক্লাব ও ঢাকা ব্রাদার্স ইউনিয়নসহ ১২টি দল অংশ গ্রহণ করছে। বিপুল সংখ্যক দর্শক খেলা উপভোগ করেন। উল্লেখ্য আগামী ১৫ মে টুর্নামেন্টে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। খেলায় চ্যাম্পিয়ন এক লক্ষ টাকা ও রানার আপ দল পঞ্চাশ হাজার টাকা প্রাইজ মানি পাবে। গত ২৯মে জেলা প্রশাসক মোঃ এমদাদুল হক চৌধুরী জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্ধোধন করেন। ০৭ মে বিকাল তিনটায় নড়াইল ফুটবল দল ও ফরিদপুর ফুটবল দলের মধ্যে অনুষ্ঠিত হবে।