মহান স্বাধীনতার মাসে চলে গেলেন বীরপ্রতীক কাকন বিবি

26
8

নিউজ ডেস্ক/এমএসএ

মহান স্বাধীনতার মাসে চলে গেলেন বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধের এক বীরযোদ্ধা, বীরাঙ্গনা ও গুপ্তচর কাকন বিবি, বীরপ্রতীক । বুধবার (২১ মার্চ, ২০১৮) রাত সোয়া ১১টার দিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মাহবুবুল হক শতবর্ষী কাকন বিবির মৃত্যুর সংবাদ নিশ্চিত করেন।

গত সোমবার শ্বাসকষ্ট দেখা দিলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। গত বছর জুলাইয়ে হৃদরোগে আক্রান্ত হওয়ার পর তিনি কিছুদিন হাসপাতালে ছিলেন। ভাগ্নে ইনছান আলীর জানান, কাকন বিবির জন্ম ১৯১৫ সালে জন্মগ্রহণ করেছিলেন। সুনামগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার আবু সুফিয়ান বলেন, মেঘালয়ের নেত্রাই খাসিয়া পল্লীতে কাকন বিবি জন্মেছিলেন।

উল্লেখ্য, মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে কাকন বিবি পাকিস্তানী বাহিনীর বিপক্ষে মুক্তিবাহিনীর গুপ্তচর হয়ে কাজ করেন। মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য তাঁকে বীরপ্রতীক খেতাব দেওয়ার ঘোষণা দেয়া হয়। বীর প্রতীক চতুর্থ সর্বোচ্চ উপাধি। মোট ৪২৬ জনকে এই উপাধিতে ভূষিত করা হয়েছে।