লোহাগড়ায় ঘোড়দৌড় ও ভাবগানের আসর অনুষ্ঠিত

33
25

স্টাফ রিপোর্টার

নড়াইলের লোহাগড়া উপজেলার সরুশুনা গ্রামের ঐতিহ্যবাহী বার্ষিক ঘোড়দৌড় ও ভাবগানের আসর অনুষ্ঠিত হয়েছে। (গত ১৮ মার্চ, রবিবার) সরুশুনা গ্রামের স্কুল মাঠ সংলগ্ন পূর্বডাঙ্গার মাঠে এ মেলা বসে। প্রায় ১০ টি ঘোড়ার অংশগ্রহণে ঘোড় দৌড় দেখতে এলাকাবাসীসহ বিভিন্ন অঞ্চলের মানুষ ভিড় জমায়। উক্ত ঘোড়দৌড়ে প্রথম স্থান অধিকার করে, চার হাজার টাকা পুরস্কার হিসাবে জিতে নিয়েছে আমডাঙ্গা গ্রামের মোঃ শিমুল হোসেনের ঘোড়া, দ্বিতীয় পুরস্কার হিসাবে তিন হাজার টাকা জিতেছে সাধুখালীর মোঃ হাসানের ঘোড়া, তৃতীয় পুরস্কার হিসাবে দুই হাজার টাকা জিতে নিয়েছে তেলিগাতীর মোঃ কালু মুন্সীর ঘোড়া ও চতুর্থ পুরস্কার হিসাবে এক হাজার টাকা জিতেছে দেবী গ্রামের মোঃ ওসমান মিয়ার ঘোড়া।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নড়াইল ২ আসনের সংসদ সদস্য এ্যাডঃ শেখ হাফিজুর রহমান, এছাড়াও উপস্থিত ছিলেন নড়াইল জেলা পরিষদ সদস্য ও নড়াইল সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক শেখ রিয়াজ মাহমুদ মিশাম, হিউম্যান রাইটস অব বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও নড়াইল জেলা শাখার সভাপতি মোঃ মুনসুরুল হক ভূইয়া, বিশিষ্ট সমাজ সেবক মোঃ হারুণ-অর-রশিদ, সরুশুনা ০৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ নাসির শেখ, সাবেক ইউপি সদস্য ডাঃ শেখ আব্দুল হান্নান, ও কামারগ্রাম ০৮ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য শেখ ফরহাদ হোসেন সহ সরুশুনা এবং কামারগ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ।

গ্রামীণ এ মেলায় নাগরদোলা, বিভিন্ন প্রকার সাঁজের মিষ্টি দোকান, চুড়ি-ফিতার দোকান সহ বিভিন্ন মাটির পুতুল,খেলনার দোকান বসে। এবং সারা রাতব্যাপী বরিশাল থেকে আগত আমন্ত্রিত শিল্পী আসমা সরকার ও দাউদ সরকারের পরিবেশনায় ভাবগানের আসর অনুষ্ঠিত হয়। সুরের মূর্ছনায় হাজার হাজার দর্শক মেতে ওঠেন শিল্পীদের গানে। এলাকাবাসী জানান প্রতি বছর বাংলা চৈত্র মাসের ৪ তারিখে, দিনব্যাপী এ মেলার আসর বসে।