নড়াইল শহরের রূপগঞ্জের ভাঙ্গন কবলিত দু’টি পয়েন্টে ৫ হাজার জিও ব্যাগ ফেলার সিদ্ধান্ত

0
4
নড়াইল শহরের রূপগঞ্জের ভাঙ্গন কবলিত দু’টি পয়েন্টে ৫ হাজার জিও ব্যাগ ফেলার সিদ্ধান্ত
নড়াইল শহরের রূপগঞ্জের ভাঙ্গন কবলিত দু’টি পয়েন্টে ৫ হাজার জিও ব্যাগ ফেলার সিদ্ধান্ত

স্টাফ রিপোর্টার

চিত্রা নদীর ভাঙ্গন থেকে নড়াইল শহরের রূপগঞ্জ এলাকা রক্ষায় ভাঙ্গন কবলিত দু’টি পয়েন্টে ৫ হাজার জিও ব্যাগ ফেলার সিদ্ধান্ত হয়েছে। আগামি দু’একদিনের মধ্যে এ কাজ শুরু হবে। জানা গেছে, ১৫ ডিসেম্বর শহরের মিতালী সংঘের পূর্ব পার্শ্বে চিত্রা নদীর তীরে ভাঙ্গন শুরু হলে একটি টিনের ঘরসহ মেহগিনি, রেইনট্রি,আমসহ ১০টি গাছ নদী গর্ভে বিলীন হয় এবং পার্শ্ববর্তী এলাকায় ফাটল দেখা দিয়েছে।

এ ভাঙ্গনের পর নড়াইল-২ আসনের এমপি মাশরাফী বিন মোর্ত্তজা, নড়াইল পৌর মেয়র আনজুমান আরা এবং পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। এদিকে এর কয়েক’শ মিটার উত্তরে নড়াইল ভিক্টোরিয়া কলেজের সিমানায় নির্মিত হওয়া মুক্তিযুদ্ধের স্মৃতি স্তম্ভের পূর্ব পার্শ্বে এবং বিনা পনি বিশ্বাসের ২টি ঘর ও ২০টি গাছসহ বেশ কিছু জায়গা গত নভেম্বর এবং ২০২০ সালের ফেব্রুয়ারী মাসে দুই তরফা নদীতে বিলীন হয়। ফলে নদী তীরবর্তী প্রায় ৩০টি বাড়ি ভাঙ্গনের মুখে পড়ে।

নড়াইল পৌর মেয়র আনজুমান আরা বলেন, নদী ভাঙ্গন রোধে জরুরি পদক্ষেপের বিষয়ে খোঁজ-খবর নিতে রোববার (২৬ ডিসেম্বর) পানি উন্নয়ন বোর্ডে যাই। পাউবো কর্তৃপক্ষ জানিয়েছে, ভাঙ্গন রোধে প্রাথমিক পদক্ষেপ হিসেবে প্রায় ১৮ লাখ টাকা ব্যয়ে ৫ হাজার জিও ব্যাগ ফেলার কাজ দু’এক দিনের মধ্যেই শুরু হবে।

নড়াইল পানি উন্নয়ন বোডের উপ-বিভাগীয় প্রকৌশলী সুমন সিকদার বলেন, ৫ হাজার জিও ব্যাগ ফেলতে স্থানীয় এস.কে এন্টারপ্রাইজের কামরুজ্জামান খান তুহিনকে দায়িত্ব দেওয়া হয়েছে। এ কাজে ব্যয় ধরা হয়েছে প্রায় ১৮ লাখ টাকা। আগামি ৩১ জানুয়ারীর মধ্যে এ কাজ সম্পন্ন হবে।