নড়াইলের তুলারামপুর বাজারে ৪টি দোকান পুড়ে ছাই

0
23
নড়াইলের তুলারামপুর বাজারে ৪টি দোকান পুড়ে ছাই
নড়াইলের তুলারামপুর বাজারে ৪টি দোকান পুড়ে ছাই

স্টাফ রিপোর্টার

নড়াইল সদর উপজেলার তুলারামপুর ইউনিয়নের তুলারামপুর বাজারে আগুন লেগে পুড়ে ৪টি দোকান পুড়ে ছাই হওয়ার অভিযোগ পাওয়া গেছে। এতে আনুমানিক ৭০ লক্ষ টাকার ক্ষতি হযেছে বলে অভিযোগ উঠেছে।

তুলারামপুর বাজার বণিক সমিতির সভাপতি মোঃ জিল্লুর রহমান বিশ্বাস জানান, গতরাত সাড়ে ৯টার দিকে বৈদ্যুতিক সর্টসাকিট থেকে আগুন লাগে। সাথে সাথেই ফোন করা হয় নড়াইল ফায়ার সার্ভিসের অফিসে। কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যেতে অনেক সময় লাগিয়ে ফেলে। যে কারনে বাজারের ৪টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। যর ক্ষতির পরিমান আনুমানিক ৭০/৮০ লক্ষ টাকা হবে।

এ আগুনে পুড়ে ক্ষতিগ্রস্থরা হলো চাঁচড়া গ্রামের আকবর মোল্যার ছেলে পাইকারী ধানের ব্যবসায়ী মোঃ আকতার হোসেনের ধানের গোডাউন,তুলারামপুর গ্রামের আফসার সিকদারের ছেলে পাইকারী মুদি ব্যবসায়ী মহাসিন সিকদারের মুদি দোকান, তুলারামপুর গ্রামের সুভাস রায়ের ছেলে পশু ডাঃ সনজিত সরকারের ফার্মেসী, তুলারামপুর গ্রামের নিতিশ চৌধূরীর চালের দোকান পুড়ে যায়।

তুলারামপুর বাজারের ব্যবসায়ী খুরশিদ আলম বলেন, ফোন দেওয়ার সাথে সাথে যদি ফায়ার সার্ভিসের গাড়ি সময় মত আগুন নিভাতে আসতো তাহলে এত ক্ষয়ক্ষতি হতোনা। নড়াইল যশোর হাইওয়ে রোডের পাশে তুলারামপুর বাজার নড়াইল থেকে মাত্র ৭ কিলোমিটার রাস্তা আসতে সময় নিয়েছে ৪০ মিনিট। আর যাওয়ার সময় ফায়ার সার্ভিসের গাড়ি ঠেলে স্ট্যাট দিতে হয়েছে। আমরা বাজার কমিটির পক্ষ থেকে আহবান জানাই উর্ধতন কর্তৃপক্ষের কাছে তদন্তের মাধ্যমে যথাযথ ব্যবস্থা নেওয়ার।

নড়াইল ফায়ার সার্ভিস অফিসের স্টেশন অফিসার মাসুদ রানা দেরি করে যাওয়ার বিষয় অস্বীকার করে বলেন ৯৯৯ নম্বরে কল পেয়েছি রাত ৯.৪০ মিনিটে আমাদের গাড়ি বাজারে পৌসেছে ৯.৫৫ মিনিটে। ফায়ার সার্ভিসের গাড়ি ঠেলে স্ট্যাট দেওয়ার বিষয়ে বলেন গাড়ির ডায়নামায় সমস্যা হয়েছিল। আর আগুনে ক্ষয়ক্ষতির পরিমান আনুমানিক ২১ লক্ষ উল্লেখ করেন এই অফিসার।