লোহাগড়ায় মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে সংবাদ সম্মেলন

0
1
লোহাগড়ায় মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে সংবাদ সম্মেলন
লোহাগড়ায় মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার

মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে নড়াইলের লোহাগড়ায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ শিক্ষক সমিতি লোহাগড়া উপজেলা শাখার উদ্যোগে বৃহস্পতিবার (১৫ জুন) বেলা ১১টায় লোহাগড়ার রামনারায়ন পাবলিক লাইব্রেরীর হল রুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ শিক্ষক সমিতি লোহাগড়া উপজেলা শাখার সভাপতি মোঃ আমির হোসেন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, বর্তমানে বেসরকারী মাধ্যমিক স্তরের শিক্ষকরা চরম বেতন বৈষম্যের শিকার। দীর্ঘদিন ধরে দেশের এমপিওভুক্ত শিক্ষক সমাজ শিক্ষা জাতীয়করণের দাবীতে স্থাণীয় ও জাতীয় পর্যায়ে বিভিন্ন সময় নানা কর্মসূচী পালন করে আসলেও সংশ্লিষ্ঠ মহল সমস্যা সমাধানে কোন পদক্ষেপ গ্রহণ করেনি। তাই শিক্ষক সমাজ বাধ্য হয়ে শিক্ষা জাতীয় করণের দাবীতে আগামী ১১ জুলাই জাতীয় প্রেসক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচী পালন করবে। তাদের এ দাবী পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যহত থাকবে।

এ সময় সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ মহিদুল ইসলাম মুরাদ, নড়াইল জেলা শাখার সভাপতি মোঃ ওয়াহিদুজ্জামান, সহ-সভাপতি মোঃ ফরিদুল ইসলাম, নড়াইল সদর উপজেলা সাংগঠনিক সম্পাদক মোঃ আইয়ুব হোসেন, বাংলাদেশ শিক্ষক সমিতি লোহাগড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ ইকরাম হোসেন, শিক্ষক নেতা কেএম রেজাউল ইসলাম, দিপংকর সাহা,মোঃ মাহবুবুর রহমান প্রমুখ।