বাঘারপাড়ায় বঙ্গবন্ধু’র স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন

0
5
বাঘারপাড়ায় বঙ্গবন্ধু'র স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন
বাঘারপাড়ায় বঙ্গবন্ধু'র স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন

বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি

যশোরের বাঘারপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করেছে উপজেলা আওয়ামীলীগ। এদিন বেলা ১২ টায় উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এ সংক্রান্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসান আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার বিপুল ফারাজী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুর রউফ মোল্যা,উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সহকারী অধ্যাপক নজরুল ইসলাম, দোহাকুলা ইউপি চেয়ারম্যান আবু মোতালেব তরফদার, ধলগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম রবি, উপজেলা আওয়ামীলীগের সাবেক ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক শেখ ইউনুচ আলী।

এ সময় উপস্থিত ছিলেন, আওয়ামীলীগ নেতা আব্দুল আজিজ, পৌর আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ফয়সাল আহমেদ মিল্টন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আলমগীর সিদ্দিকী, বাসুয়াড়ি ইউনিয়ন আওয়ামীলীগ নেতা গোলাম মোস্তফা, যুবলীগ নেতা মাহবুর রহমান, উপজেলা ছাত্রলীগের সভাপতি বায়জিদ হোসেন, যুবলীগ নেতা রিয়াদ হোসেন, ইউপি সদস্য ফিরোজ হাসান ও শের আলী, সাবেক ইউপি সদস্য ইকবাল হোসেন ও সাদ্দাম হোসেন টুলু, ছাত্রলীগ নেতা আব্দুল মান্নান, পাপন রহমান রাকিব, এহসান ওবায়দুল্লাহ,সাকিব হাসান মিঠুন, রিয়াদ আহমেদ, নাহিদ আহমেদ, শফিকুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন কৃষকলীগ নেতা সুলতান আহমেদ। আলোচনা সভা শেষে উপজেলার কয়েকটি মসজিদে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অপরদিকে যশোরের বাঘারপাড়ায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব বীর মুক্তিযোদ্ধা সন্তোষ কুমার অধিকারীর উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। দিনটি উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা ও ছাত্র জনতার অংশগ্রহণে আলোচনা সভা, কম্বল বিতরণ ও আনন্দ শোভাযাত্রা বের করা হয়। এদিন সকাল ১১ টায় উপজেলার দোহাকুলা বাজার থেকে আনন্দ শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।পরে দোহাকুলাস্থ রাই কমল বাড়ির আঙ্গিনায় অনুষ্ঠিত এ সংক্রান্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন অনুষ্ঠানের আয়োজক সাবেক অতিরিক্ত সচিব বীর মুক্তিযোদ্ধা সন্তোষ কুমার অধিকারী।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর জেলা সাবেক মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ড বীর মুক্তিযোদ্ধা মো. আবুল হোসেন। বিশেষ অতিথি ছিলেন বাঘারপাড়া উপজেলা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার একিন উদ্দিন, যুদ্ধকালীন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল আজিজ। এ সময় উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা ছদর উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন প্রমুখ। আলোচনা সভা শেষে বীর মুক্তিযোদ্ধা ও বয়স্কদের হাতে কম্বল তুলে দেওয়া হয়।