গ্রাহকদের নিয়ে মাদকবিরোধী প্রচারণা ও সেরা গ্রাহক সম্মাননা দিলেন চা বিক্রেতা হারুন

0
5
গ্রাহকদের নিয়ে মাদকবিরোধী প্রচারণা ও সেরা গ্রাহক সম্মাননা দিলেন চা বিক্রেতা হারুন
গ্রাহকদের নিয়ে মাদকবিরোধী প্রচারণা ও সেরা গ্রাহক সম্মাননা দিলেন চা বিক্রেতা হারুন

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

বিভিন্ন সময় ব্যাতিক্রমধর্মী কাজ করে আলোচনায় আসা চা বিক্রেতা হারুণ মিয়া এবারও গ্রাহকদের নিয়ে মাদক বিরোধী শোভাযাত্রা ও সেরাগ্রাহক সম্মাননা দিয়েছে। যা এলাকায় প্রসংশা কুঁড়িয়েছে। শনিবার(৩১ ডিসেম্বর) ‘মাদক ছাড়ুন, চা ধরুন’ এই স্লোগানে দোকানের নিয়মিত চা গ্রাহকদের নিয়ে হারুন টি হাউজের ব্যানারে পৌর শহরে এবারও মাদকবিরোধী শোভাযাত্রা করেছেন এই চা বিক্রেতা। এসময় মাদকবিরোধী প্রচারণাও চালানো হয়।

প্রচারণা শেষে হাতেম আলী সড়কের স্বজন মিডিয়া সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে দোকানের নিয়মিত গ্রাহকদের মধ্য থেকে অর্ধশতাধিক সেরা চা গ্রাহককে সম্মাননা দেন হারুন। ইতিপূর্বে হারুণ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তিতে বীর মুক্তিযোদ্ধাদের কাছে অর্ধেক মূল্যে চা বিক্রি, সেরা গ্রাহক সম্মাননা দিয়ে সারাদেশে আলোচনায় আসে।

বীরমুক্তিযোদ্ধা আবুল কালাম মুহাম্মদ আজাদ প্রধান অতিথি থেকে সেরা চা গ্রাহকদের সম্মাননার উপহার তুলে দেন। আরো বক্তব্য দেন গৌরীপুর পাবলিক কলেজের অধ্যক্ষ শফিকুল ইসলাম মিন্টু, ইসলামাবাদ সিনিয়র মাদরাসার উপাধ্যক্ষ এমদাদুল হক, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু কাউছার চৌধুরী রন্টি, সাবেক সাধারণ সম্পাদক সাদেকুর রহমান সেলিম, সাবেক পৌর কাউন্সিলর আব্দুল কাদির, সাংবাদিক রইছ উদ্দিন, রাকিবুল ইসলাম রাকিব প্রমুখ।