লোহাগড়ায় শ্রেষ্ঠ জয়িতাদের সম্মাননা প্রদান

0
8
লোহাগড়ায় শ্রেষ্ঠ জয়িতাদের সম্মাননা প্রদান
লোহাগড়ায় শ্রেষ্ঠ জয়িতাদের সম্মাননা প্রদান

স্টাফ রিপোর্টার

নড়াইলের লোহাগড়ায় আন্তর্জাতিক নারী নি/র্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০২২ উদযাপন উপলক্ষে শ্রেষ্ঠ জয়িতাদের সম্মাননা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার লোহাগড়া উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে ৫জন শ্রেষ্ঠ জয়িতাদের সম্মাননা প্রদান করা হয়।

জানা গেছে, সফল জননী নারী ক্যাটাগরিতে শ্রেষ্ঠ জয়িতা নির্বাচিত হয়েছেন মোসাঃ শাহীনূর আলম। তিনি লক্ষীপাশা গ্রামের বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ মুন্সী তবিবুর রহমানে স্ত্রী। জয়িতা শাহীনূর আলম বিএসএস পাশ। সামাজিক প্রতিবন্ধকতা, আর্থিক দৈন্যতা, ধর্ম ভিরুতাসহ বিভিন্ন প্রতিবন্ধকতার মোকাবেলা করে এই সফল নারী সংসারে স্বচ্ছলতা এনেছেন, সন্তানদের সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত করেছেন। তাঁর তিন সন্তান ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছেন। একই বাড়িতে বাবা-মা-মেয়ে তিনজনই প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে শিক্ষকতা করেছেন। যা লোহাগড়া উপজেলায় প্রথম। অনেক প্রতিকূলতার পাশ কাটিয়ে তিনি সন্তানদের প্রতিষ্ঠিত করেছেন। জয়িতা শাহীনূর আলমের প্রথম সন্তান রহীমা খানম ছাতড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। দ্বিতীয় সন্তান আ,ন,ম শহীদুর রহমান চিফ একাউন্টস এন্ড ফিন্যান্স অফিসার হিসাবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে হিসাব ভবনে কর্মরত, তৃতীয় সন্তান রেক্সোনা খানম সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা, চতুর্থ সন্তান আ,ন,ম শাহাবুদ্দিন শিহাব বাংলাদেশ কৃষি ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার।

উপজেলা নির্বাহী অফিসার আজগর আলী সভাপতিত্ব সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শিকদার আব্দুল হান্নান রুনু। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন লোহাগড়া পৌর মেয়র সৈয়দ মসিয়ূর রহমান, লোহাগড়া থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দীন, জেলা পরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সৈয়দ শামসুল আলম কচি, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিরিনা আকতার প্রমুখ।