লোহাগড়ায় মুক্তিযোদ্ধার শতাধিক গাছ ও ফসল ভেকু দিয়ে নষ্ট করেছে ঠিকাদার, অভিযোগ দায়ের

0
25
লোহাগড়ায় মুক্তিযোদ্ধার শতাধিক গাছ ও ফসল ভেকু দিয়ে নষ্ট করেছে ঠিকাদার, অভিযোগ দায়ের
লোহাগড়ায় মুক্তিযোদ্ধার শতাধিক গাছ ও ফসল ভেকু দিয়ে নষ্ট করেছে ঠিকাদার, অভিযোগ দায়ের

স্টাফ রিপোর্টার

লোহাগড়ায় খাল খনন করার সময় বীর মুক্তিযোদ্ধা কামরুজ্জামানের শতাধিক গাছ ও ফসল নষ্ট করেছে পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট ঠিকাদার । এতে প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে ওই মুক্তিযোদ্ধা দাবী করে বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগে জানা গেছে, লোহাগড়া উপজেলার মোচড়া মৌজার গোবিন্দপুর গ্রামের মোচড়া-কুমারকান্দা-ছাতড়া খালটি পানি উন্নয়ন বোর্ড ঠিকাদারের মাধ্যমে বর্ষা মৌসুমে খনন করছে।কাজ করার সময় ঠিকাদার মের্সাস তাজুয়া সিষ্টেম লিঃ ভেকু দিয়ে খাল পাড়ের ব্যাক্তি মালিকানাধিন জমির ফসল ও গাছ নষ্ট করছে। ক্ষতিগ্রস্থ লোহাগড়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আওয়ামীলীগ নেতা কামরুজ্জামান জানান, আমার মোচড়া মৌজার খাল পাড়ের নিজস্ব ৫০ শতক জমির ওপর শতাধিক বনজ গাছ ছিল। যার বর্তমান মূল্য প্রায় ১লক্ষ টাকা। নড়াইল পানি উন্নয়ন বোর্ড ও তার ঠিকাদারি প্রতিষ্ঠান কোনো নোটিশ না দিয়ে ভেকু দ্বারা গাছগুলো ভেঙ্গে গত সোমবার থেকে খাল খনন করছে। এ ব্যাপারে আমি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছি। নড়াইল পানি উন্নয় বোর্ডের উপ সহকারী প্রকৌশলী সুমন রায় বলেন, বিষয়টি শুনেছি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।এ ব্যাপারে সংশ্লিষ্ট ঠিকাদারের সাথে যোগাযোগের চেষ্টা করে পাওয়া যায়নি। লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী আজগর বলেন,খালটি পানি উন্নয়ন বোর্ডের অধিন হওয়ার ক্ষতিগ্রস্থদের সংশ্লিষ্ট বিভাগের সাথে যোগাযোগ করার কথা বলেছি।