চট্টগ্রামের সীতাকুণ্ডে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনায় এপর্যন্ত ৪৯ জনের মৃত্যু!

0
9
চট্টগ্রামের সীতাকুণ্ডের কদমরসুলে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডঃ মৃত্যু, পুলিশের পা বিচ্ছিন্ন, আহত
চট্টগ্রামের সীতাকুণ্ডের কদমরসুলে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড

নিউজ ডেস্ক

চট্টগ্রামের সীতাকুণ্ডের কদমরসুল এলাকায় বিএম ডিপো নামের একটি বেসরকারি কন্টেইনার ডিপোতে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ৪৯ জনের মৃত্যু হয়েছে। রবিবার (৫ জুন) বিকেলে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. ইলিয়াস হোসেন চৌধুরী এক সংবাদ মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে. গতকাল রাত সাড়ে ৯-১০ টা নাগাদ এই অগ্নিকাণ্ড এর ঘটনা ঘটে। দুপুর আড়াইটায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেল জানিয়েছে, আগুন নেভাতে সেখানে কাজ করছে ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিট। এর পাশাপাশি সেনাবাহিনীর ২৫০ জন সদস্য সেখানে উদ্ধার অভিযানে কাজ করছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। আহত অবস্থায় চমেক, ঢামেকসহ হাসপাতালগুলোতে চিকিৎসা নিচ্ছেন শতাধিক মানুষ। (সূত্রঃ ডেইলি স্টার)