চট্টগ্রামের সীতাকুণ্ডের কদমরসুলে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডঃ মৃত্যু, পুলিশের পা বিচ্ছিন্ন, আহত

0
20
চট্টগ্রামের সীতাকুণ্ডের কদমরসুলে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডঃ মৃত্যু, পুলিশের পা বিচ্ছিন্ন, আহত
চট্টগ্রামের সীতাকুণ্ডের কদমরসুলে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড

ডেস্ক রিপোর্ট

চট্টগ্রামের সীতাকুণ্ডের কদমরসুল এলাকায় বিএম ডিপো নামের একটি বেসরকারি কন্টেইনার ডিপোতে বিস্ফোরণে এক পুলিশ সদস্যের পা বিচ্ছিন্ন হয়ে গেছে। এতে আরো নয় পুলিশ সদস্যসহ শতাধিক মানুষের দগ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট কাজ করছে। এদিকে আগুন নেভাতে গিয়ে আহত হয়েছেন ফায়ার সার্ভিসের কমপক্ষে চারজন কর্মী। আহতদের বিষয়ে নিশ্চিত করে এখনও কিছু জানাতে পারেনি নিয়ন্ত্রণ কক্ষ।

ফায়ার সার্ভিসের কুমিরা স্টেশনের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, আগুনে আহতের সংখ্যা আরও বেশি হতে পারে। এরমধ্যে কন্টেইনার ডিপোর কর্মী, পুলিশ সদস্য ও ফায়ার সার্ভিসের কর্মীরা থাকতে পারেন।

শনিবার (০৪ জুন) রাত ৯টা থেকে ১০টার দিকে এ আগুন লাগার ঘটনা ঘটে। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে কতজন হতাহত হয়েছেন সঠিকভাবে বলা যাচ্ছে না। তবে ২ জনের মৃত্যুর খবর সূত্রে জানা গিয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ডিপোর কন্টেইনারে রাসায়নিক ছিল, বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। দ্রুত চারিদিকে আগুন ছড়িয়ে যায়। ফায়ার সার্ভিসের কর্মকর্তা নুরুল আলম দুলাল জানান, রাত সাড়ে ১১টার দিকে আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসে।

স্থানীয়রা জানিয়েছেন, ঘটনাস্থলের অনেক দূর থেকেও আগুন দেখা গেছে। চট্টগ্রামের ভাটিয়ারী কাসেম জুট মিল বিএম ডিপোতে ভয়ংকর বিস্ফোরণে প্রায় ৫ কি.মি এলাকা জুড়ে কেঁপে উঠছে!

একটা লাইভে দেখা যায় আগুন নিভানোর চেষ্টা করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। এ অবস্থায় বিস্ফোরণটি ঘটে। লাইভ করা ছেলেটি প্রায় ৪৫ মিনিট ধরে আগুন নিভানোর কাজ লাইভ দেখাচ্ছিল। বিস্ফোরণের পর তার মোবাইল একদিকে পড়ে যায়। এরপরও ৫ মিনিট লাইভ অন ছিল। তখন আশেপাশে আওয়াজ শোনা যাচ্ছিল। তাছাড়া আশেপাশে গ্রামের অনেক মানুষ বেহুশ হয়ে গেছে বলে জানা যায়।