গৌরীপুরে শিক্ষার্থীদের মাঝে গণটিকাদান কর্মসূচী শুরু

4
4
গৌরীপুরে শিক্ষার্থীদের মাঝে গণটিকাদান কর্মসূচী শুরু
গৌরীপুরে শিক্ষার্থীদের মাঝে গণটিকাদান কর্মসূচী শুরু

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের গৌরীপুর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১২-১৮ বছর বয়সী শিক্ষার্থীদের মাঝে ‘কোভিড-১৯’ এর গণটিকাদান কর্মসূচী শুরু হয়েছে। উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে শনিবার (৮ জানুয়ারী) বেলা সাড়ে ১১ টায় এ কর্মসূচীর উদ্বোধন করেন স্থানীয় সাংসদ বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ।

উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফের সভাপতিত্বে ও মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার কমল রায়ের সঞ্চালনায় মাধ্যমিক শিক্ষা অফিসে এ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য দেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আশরাফুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোঃ রবিউল ইসলাম প্রমুখ।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আশরাফুল ইসলাম জানান, প্রথম পর্যায়ে এ উপজেলার পৌরসভার গৌরীপুর আর.কে সরকারি উচ্চ বিদ্যালয়, ইসলামাবাদ সিনিয়র মাদ্রাসা, অগ্রদূত নিকেতন উচ্চ বিদ্যালয় ও চান্দের সাটিয়া উচ্চ বিদ্যালয়ের দেড় হাজার শিক্ষার্থীদের মাঝে টিকা প্রদান করা হবে। পর্যায়ক্রমে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে এ টিকাদান কর্মসূচী অব্যাহত থাকবে বলে তিনি জানান।