প্রথমবারের মত টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতলো অস্ট্রেলিয়া

1
2
প্রথমবারের মত টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতলো অস্ট্রেলিয়া
প্রথমবারের মত টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতলো অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক

রবিবার (১৪ নভেম্বর) সপ্তম টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে নিউজিল্যান্ডকে ৮ উইকেটে হারিয়ে প্রথমবারের মত টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতলো অস্ট্রেলিয়া। টস হেরে প্রথমে ব্যাট করে অধিনায়ক কেন উইলিয়ামসন ৮৫ রানের সুবাদে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৭২ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড। এমন ইনিংসেও পরও নিউজিল্যান্ডকে হার থেকে রক্ষা করতে পারেননি উইলিয়ামসন। মিচেল মার্শ ও ডেভিড ওয়ার্নারের জোড়া হাফ-সেঞ্চুরিতে ৭ বল বাকী রেখেই ২ উইকেটে ১৭৩ রান তুলে চ্যাম্পিয়ন হয় অস্ট্রেলিয়া। মার্শ অপরাজিত ৭৭ ও ওয়ার্নার ৫৩ রান করেন।

সংক্ষিপ্ত স্কোর কার্ড :

নিউজিল্যান্ড : ১৭২/৪, ২০ ওভার (উইলিয়ামসন ৮৫, গাপটিল ২৮, হ্যাজেলউড ৩/১৬)। অস্ট্রেলিয়া : ১৭৩/২, ১৮.৫ ওভার (মার্শ ৭৭, ওয়ার্নার ৫৩, বোল্ট ২/১৮)। ফল : অস্ট্রেলিয়া ৮ উইকেটে জয়ী। ম্যাচ সেরা : মিচেল মার্শ, অস্ট্রেলিয়া। টুর্নামেন্ট সেরা : ডেভিড ওয়ার্নার, অস্ট্রেলিয়া।

https://www.espncricinfo.com/series/icc-men-s-t20-world-cup-2021-22-1267897/australia-vs-new-zealand-final-1273756/live-crick