কালিয়ায় মাওলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রচারে বাধায় সংবাদ সম্মেলন

1
7
কালিয়ায় মাওলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রচারে বাধায় সংবাদ সম্মেলন
কালিয়ায় মাওলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রচারে বাধায় সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার

নড়াইলের কালিয়া উপজেলা মাওলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা মার্কার প্রচারে বা/ধা ও মাইক ভাংচু/রের ঘটনায় সংবাদ সম্মেলন করেছেন প্রার্থী রোজী হক। ১৪ নভেম্বর রোববার দুপুরে প্রার্থী রোজী হক মাওলী গ্রামে তার নিজ বাড়িতে সংবাদ সম্মেলনে এ সকল অভিযোগ করেন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, গতকাল সন্ধা সাড়ে ৭টায় ইউনিয়নের কাটাদুরা গ্রামে নৌকা প্রতিকের প্রচারের সময় সাবেক ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বিদ্রোহী প্রার্থী ফিরোজ খানের বাড়ির সামনে পৌছালে আরোজ খান, বিপুল খান, ইমরুল খান, ফয়েজ খান, আহসান গাজী, জাহিদ ফকির ও রহিম মুসল্লিসহ ১০/১২ জনের একটি সংবদ্ধ দল আক্রমণ করে আমার প্রচার মাইক ভে/ঙ্গে দেয়। বিপুল খান ভরত নামের একজন অকথ্য ভাষায় গালাগালি করে, এবং পোষ্টার ছিড়ে ফেলে। প্রচার গাড়ীর চালক রহিম চৌধুরীসহ গাড়ীতে থাকা নূর ইসলাম সরদার, রিয়াজ গাজীকে মারধর করে কাটাদুরা গ্রাম থেকে বের করে দেয়। এবং তাদের গ্রামে আগামীতে নৌকা মার্কার প্রচারে আসলে প্রানে মেরে ফেলার হুম/কি দেয়। এ ঘটনায় রোজী হক প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন এবং কালিয়া থানায় লিখিত অভিযোগ করেছেন।