নড়াইল সদরে ১৩ ইউপি নির্বাচনে মনোনয়ন জমা শেষ, আ.লীগের বিদ্রোহী প্রার্থীর ছড়াছড়ি

7
87
নির্বাচন
নির্বাচন

স্টাফ রিপোর্টার

২য় ধাপে ইউপি নির্বাচনে নড়াইল সদরের ১৩ টি ইউনিয়নের আ.লীগের দলীয় প্রার্থী ছাড়াও জাতীয় পার্টি, জাসদ, এনপিপি, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনে প্রার্থীরা নির্বাচনে অংশ নিচ্ছেন। প্রতিটি ইউনিয়নেই আওয়ামী লীগের একাধিক বিদ্রোহী প্রার্থী থাকছে। বিএনপি সরাসরি নির্বাচনে অংশ না নিলেও স্বতন্ত্র হিসেবে কয়েকজন অংশগ্রহন করছে।

রিটানিং অফিস সূত্রে জানা গেছে, সদর উপজেলার ১৩ ইউনিয়নে আ.লীগের ১৩ জন দলীয় মনোনীত প্রার্থীর বাইরে স্বতন্ত্র প্রার্থী রয়েছে ৩১ জন। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ ৫ ইউনিয়নে প্রার্থী দিয়েছে, জাসদ এবং এনপিপি দিয়েছে ১ জন করে। এছাড়া ১৩ ইউনিয়নের ৩৯ সংরক্ষিত নারী আসনে লড়বেন ১’শ৩৩ জন আর সাধারন ১১৭ ওয়ার্ডে মনোনয়ন জমা দিয়েছেন ৪’শ ২ জন।

সরকারী দলীয় প্রার্থীরা ফুরফুরে মেজাজে থাকলেও বিদ্রোহী প্রার্থীরা সুষ্ঠু নির্বাচন আশা করছেন। শাহাবাদ ইউপি নির্বাচনে বর্তমান চেয়ারম্যান ও আ.লীগের বিদ্রোহী প্রার্থী দেলোয়ার হোসেন পান্না বলেন, নির্বাচন সুষ্ঠু হলে গতবারের মতো এবারো বিপুল ভোটে বিজয়ী হবো।

উপজেলা নির্বাচন অফিসার মোঃ কামরুজ্জমান জানান, ২০ অক্টোবর যাচাই বাছাই শেষে প্রত্যাহার হবে ২৬ অক্টোবর পর্যন্ত। ২৭ অক্টোবর প্রতীক বরাদ্দ এবং ১১ নভেম্বর সদরের ১৩ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। সদর উপজেলা নির্বাচন অফিস, উপজেলা কৃষি, সমাজসেবা, মৎস বিভাগ, উপজেলা মাধ্যমিক অফিস এবং প্রাণী সম্পদ বিভাগের হাতে থাকছে রিটার্নিং অফিসের দ্বায়িত্বে।