নড়াইলের সাংস্কৃতিক ব্যক্তিত্বদের সাথে সংস্কৃতি প্রতিমন্ত্রীর মতবিনিময়

10
11
নড়াইলের সাংস্কৃতিক ব্যক্তিত্বদের সাথে সংস্কৃতি প্রতিমন্ত্রীর মতবিনিময়
নড়াইলের সাংস্কৃতিক ব্যক্তিত্বদের সাথে সংস্কৃতি প্রতিমন্ত্রীর মতবিনিময়

স্টাফ রিপোর্টার

নড়াইলের সাংস্কৃতিক ব্যক্তিত্বদের সাথে সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি এক মতবিনিময় করেছেন। রোববার (১৭ অক্টোবর) বিকেলে সার্কিট হাউসে এ মতবিনিময় সভায় মিলিত হন। মতবিনিময়ে মন্ত্রী নড়াইলের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দের কাছ থেকে জেলার সংস্কৃতি চর্চার খোঁজ-খবর নেন এবং সংস্কৃতি চর্চার বিকাশে বিভিন্ন আস্বাস দেন। ক্ষেত্রে বিভিন্ন সমস্যার সমাধানের। এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান, নড়াইল পৌর মেয়র মেয়র আনজুমান আরা, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবির টুকু, প্রেসক্লাবের সাধারন সম্পাদক ও মূর্ছনা সংগীত নিকেতনের সভাপতি শামীমূল ইসলাম টুলু, সম্মিলিত সাংস্কৃতিক জোট, নড়াইলের সাধারন সম্পাদক শরফুল আলম লিটু, জেলা শিল্পকলা একাডেমীর যুগ্ম সাধারন সম্পাদক আসলাম খান লুলু প্রমুখ মতবিনিময়ে অংশগ্রহন করেন। মতবিনিময়ের পূর্বে সম্মিলিত সাংস্কৃতিক জোট, নড়াইলের নেতৃবৃন্দ মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান।

লোক সংগীতের অন্যতম ধারা জারি ও মরমী গানের প্রবাদ পুরুষ জারিসম্রাট মোসলেম উদ্দীনের ১১৮তম জন্মজয়ন্তী উপলক্ষে কবির জন্মভূমি সদর উপজেলার তারাপুর গ্রামে মোসলেম মেলার উদ্বোধনী অনুষ্ঠানের আগে মন্ত্রী সাংস্কৃতিক ব্যক্তিত্বদের সাথে এ মতবিনিময়ে মিলিত হন।