খুলনায় অনুমোদনহীন প্রসাধনী প্রতিষ্ঠানে র‍্যাবের অভিযান; অতঃপর জরিমানা

0
4
খুলনায় অনুমোদনহীন প্রসাধনী প্রতিষ্ঠানে র‍্যাবের অভিযান; অতঃপর জরিমানা
খুলনায় অনুমোদনহীন প্রসাধনী প্রতিষ্ঠানে র‍্যাবের অভিযান; অতঃপর জরিমানা

ওশান ডেস্ক

বিএসটিআই কর্তৃক অনুমোদনহীন প্রসাধনী সামগ্রী উৎপাদন ও বাজারজাতকরণ এবং বিভিন্ন প্রসাধনীর উপর অবৈধভাবে বিএসটিআই লোগো/স্টিকার ব্যবহার করায় ০১জনকে ৩,০০,০০০/-(তিন লক্ষ) টাকা জরিমানা প্রদান করেছে র‌্যাব-৬।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর, ২০২১ইং) বেলা ১২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত র‌্যাব-৬ (স্পেশাল কোম্পানি) খুলনার একটি আভিযানিক দল ও নির্বাহী ম্যাজিস্ট্রেট র‌্যাব ফোর্সেস সদর দপ্তর, কুর্মিটোলা, ঢাকা ও বিএসটিআই প্রতিনিধি কর্তৃক খুলনা জেলার রূপসা থানাধীন আইচগাতী গ্রামস্থ সেনের বাজার নামক স্থানে “মুন কসমেটিকস বাংলাদেশ” নামক প্রতিষ্ঠানে এই অভিযান পরিচালনা করা হয়। বিএসটিআই কর্তৃক অনুমোদনহীন প্রসাধনী সামগ্রী উৎপাদন ও বাজারজাতকরণ এবং বিভিন্ন প্রসাধনীর উপর অবৈধভাবে লোগো/স্টিকার ব্যবহারসহ মেয়াদোত্তীর্ণ পণ্য সরবরাহ করায় বিএসটিআই আইন এবং ওজন পরিমান মানদণ্ড আইন অনুযায়ী আব্দুল কুদ্দুসকে (৬২) (পিতা-মৃত আব্দুল খালেক, সাং-রাজাপুর, থানা-রুপসা, জেলা-খুলনা) ৩,০০,০০০/-(তিন লক্ষ) টাকা অর্থদণ্ডপ্রদান করা হয় (মোবাইল কোর্ট মামলা নং ২৫৩/২১, ১৪ অক্টোবর)