নড়াইলে প্র/তিব/ন্ধী ব্যক্তির জমি দ/খল ও দোকান ভা/ঙ্গার হু/মকির প্রতিবা/দে সংবাদ সম্মেলন

4
25
নড়াইলে প্র/তিব/ন্ধী ব্যক্তির জমি দ/খল ও দোকান ভা/ঙ্গার হু/মকির প্রতিবা/দে সংবাদ সম্মেলন
নড়াইলে প্র/তিব/ন্ধী ব্যক্তির জমি দ/খল ও দোকান ভা/ঙ্গার হু/মকির প্রতিবা/দে সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার

নড়াইলের কালিয়া উপজেলার পুরুলিয়া ইউনিয়নের কলামনখালী এলাকার প্রতিব/ন্ধী সামছুদ্দিন শেখের জমি দখ/ল ও দোকান ভা/ঙ্গার হুম/কির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ এপ্রিল) দুপুরে ভূ/ক্তভো/গীর বাড়িতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এ সময় লিখিত বক্তব্যে প্রতিব/ন্ধী সামছুদ্দিন শেখের ছেলে মুজাহিদ বলেন, আমার বাবা দৃ/ষ্টি প্রতিব/ন্ধী ও নিরক্ষর ব্যক্তি। বাবা ও চাচারাসহ পরিবারের পাঁচ সদস্য পৈতিৃক সূত্রে কলামনখালী মৌজায় ১১ শতক জমি ভো/গ-দখ/ল করে আসছেন। অনেক আগেই এই জমিতে দোকান ঘর তৈরি করে ভাড়া দেয়া হয়েছে। একটি মসজিদও রয়েছে।

কিন্তু হঠাৎ করে এই এলাকার রহমত মোল্যা ও তার ছেলে হাসিবুর দোকান ঘরসহ ওই ১১ শতক জমি ভো/গ-দখ/ল করতে বিভিন্ন ধরণের হুম/কি দিচ্ছেন বলে অভিযোগ রয়েছে। দোকানের ভাড়াটিয়াদের ঘর ছেড়ে দেয়ার জন্য ইতোমধ্যে হু/মকি দেয়া হয়েছে। এ ব্যাপারে কালিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। এছাড়া রহমত মোল্যার বিরু/দ্ধে পাশের আমতলা গ্রামের সোলায়মান ফকিরের প্রায় এক একর জমি জা/লিয়াতি করে দখ/লের চেষ্টার অভিযোগ রয়েছে।

সংবাদ সম্মেলনে ভূক্তভোগী প্রতিব/ন্ধী সামছুদ্দিন শেখের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। এ ব্যাপারে অভিযুক্ত রহমত মোল্যা বলেন, জমি জ/বর-দ/খল এবং দোকান ঘর ভা/ঙ্গার কোনো হু/মকি দেয়া হয়নি। আমাদের বিরু/দ্ধে মি/থ্যা অভিযোগ করা হয়েছে। ওই ১১ শতক জমিতে আমাদের অংশ রয়েছে।