নড়াইলে করোনা সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্যবিধি না মানায় ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

5
10
করোনা ভাইরাস
করোনা পরিস্থিতি

স্টাফ রিপোর্টার

নড়াইলে করোনা সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্য বিধি না মানায় মাঠে নেমেছে ভ্রাম্যমাণ আদালত। সাধারণ মানুষকে স্বাস্থ্য বিধি মেনে চলতে গতকাল সকাল থেকে রাত পর্যন্ত নড়াইলের বিভিন্ন স্থানে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ১৮ জনকে জরিমানা করে।

ভ্রাম্যামাণ আদালত সূত্রে জানা গেছে, সদর উপজেলা নির্বাহী অফিসার সালমা সেলিম এবং জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আব্দুল বিন শফিকের নেতৃত্বে জেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়। এ সময় স্বাস্থ্য বিধি মেনে না চলা ও মাস্ক পরিধান না করার অপরাধে ১৮ জনকে ৫ হাজার টাকা জরিমানা এবং ১৮ টি মামলা দায়ের করা হয়।