নড়াইলে ভূমিদস্যু’দের গ্রে’ফতা’র ও শা’স্তির দা’বিতে আ’দিবা’সিদের মান’ববন্ধন

5
101
নড়াইলে ভূমিদস্যু'দের গ্রে'ফতা'র ও শা'স্তির দা'বিতে আ'দিবা'সিদের মান'ববন্ধন
নড়াইলে ভূমিদস্যু'দের গ্রে'ফতা'র ও শা'স্তির দা'বিতে আ'দিবা'সিদের মান'ববন্ধন

স্টাফ রিপোর্টার

নড়াইলে ভূমিদ’স্যুদের হা’ত থেকে আ’দিবা’সিদের র’ক্ষার্থে প্রতিবা’দী মা’ন’ববন্ধন হয়েছে। জাতীয় আদিবা’সি পরিষদ নড়াইল জেলা শাখার আয়োজনে রোববার (১৩ ডিসেম্বর) সকাল ১০টায় নড়াইল আ’দাল’ত সড়কে ঘ’ন্টাব্যাপি এ মান’ববন্ধন অনুষ্ঠিত হয়।

নড়াইল জেলা জাতীয় আ’দিবা’সি পরিষদের সভাপতি অশোক ক’র্মকারের সভাপতিত্বে বক্তব্য দেন, জেলা পরিষদ সদস্য অ্যাডভোকেট রওশন আরা কবির লিলি, অ্যাড. নজরুল ইসলাম, অ্যাড. রবীন্দ্রনাথ বিশ্বা’স, আ’দিবা’সি স’ম্প্রদায়ের সুশীল কর্ম’কার, সাধন, নিমাই, ভক্ত প্রমুখ।

জানা যায়, নড়াইলের বিভিন্ন এলাকায় আ’দিবা’সিদের জায়গা জ’মি জব’র দখ’লের জন্য নানা ভাবে তাদের ওপর অ’ত্যা’চা’র নি’র্যা’তন চা’লানো হচ্ছে। সম্প্রতি লোহাগড়া উপজেলার কচুবাড়িয়া এবং পৌরসভার সরদার পাড়ায় সংখ্যাল’ঘু আ’দিবা’সিদের জ’মি জব’র দখ’লের জন্য ভূ’মিদ’স্যুরা হা’ম’লা চা’লায়।

একইভাবে হারুন মোল্যা, পদা সমাদ্দার, দিলীপ সমাদ্দার ও তহশীলদার হায়দার আলী লোকজন নিয়ে ২১ নভেম্বর কচুবাড়িয়া এলাকার আ’দিবা’সিদের জা’য়গাজ’মি জব’র দখ’লের চে’ষ্টা করে। এ সময় বাঁ’ধা দি’তে গে’লে তারা আ’দিবা’সি সম্প্রদায়ের গ’র্ভব’তী রেখা ক’র্মকারকে বে’দ’ম মা’রপি’ট করে।

স্থানীয়রা ঠে’কাতে গেলে তাদের ও’পরও হা’ম’লা চা’লায়। রেখা ক’র্মকারের স্বা’মী ভ’ক্ত ক’র্মকার এ ঘ’টনায় নড়াইল আ’দা’লতে মা’ম’লা দায়ের করেছেন বলে জানা গেছে। বক্তারা, আ’দিবা’সিদের ও’পর এসব হা’ম’লাকা’রি স’ন্ত্রা’সীদের গ্রে’ফতার ও শা’স্তির দা’বি জানান।