পেঁয়াজের ৫ শতাংশ আমদানি শুল্ক প্রত্যাহা*র করেছে সরকার

0
13
অনলাইনে বিক্রি হবে পেঁয়াজ, ইতোমধ্যে ৩০ টাকা কেজিতে বিক্রি করছে টিসিবি
পেঁয়াজ

নিউজ ডেস্ক

মূল্য যৌক্তিক পর্যায়ে ও বাজারে সরবরাহ স্বাভাবিক রাখতে আগামী মার্চ মাস পর্যন্ত পেঁয়াজ আমদানিতে বিদ্যমান ৫ শতাংশ শুল্ক প্রত্যাহার করেছে সরকার। পেঁয়াজের মূল্য বৃদ্ধি ঠেকাতে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) আমদানি শুল্ক প্রত্যাহা*রের নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর প্রেক্ষিতে শনিবার (২০ সেপ্টেম্বর) এনবিআর আমদানি শুল্ক প্রত্যাহা*র করেছে।

অর্থ মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভারত থেকে পেঁয়াজ রপ্তানি নি*ষিদ্ধ হওয়ায় দেশের বাজারে পেঁয়াজের মূল্য উর্ধ্বমূখী। এমন পরিস্থিতিতে বিকল্প উৎস থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। তাই আগামী মার্চ পর্যন্ত পেঁয়াজের জন্য অনুৎ*পাদনশীল সময় বিবেচনা করে আমদানি শুল্ক প্রত্যাহার* করা হয়েছে। উল্লেখ্য, চাষীদের পেঁয়াজ উৎপাদনে উৎসাহ প্রদান ও ন্যায্য মূল্য নিশ্চিতকরণে সরকার চলতি অর্থবছরের বাজেটে পেঁয়াজ আমদানির ওপর ৫ শতাংশ শুল্ক আরোপ করে। (সূত্রঃ বাসস)