করোনা আক্রা’ন্ত নড়াইলের কোভিড হাসপাতালে সদ্য যোগদান করা ডাঃ সম্পা করোনামুক্ত

0
63
দক্ষিণ নড়াইল লকডাউনের খবর গুজব
করোনা ভাইরাস, জনসাধারণের করণীয়

স্টাফ রিপোর্টার

সর্বশেষ করোনা ভাইরাস আ’ক্রান্ত ৮জনের মধ্যে নড়াইলের ১২০ শয্যা বিশিষ্ট ডেডিকেটেড কোভিড হাসপাতালে সদ্য যোগদান করা ডাঃ সম্পা রায়ের করোনার রিপোর্ট নেগেটিভ পাওয়া গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন নড়াইলের সিভিল সা*র্জন ডাঃ মোঃ আব্দুল মোমেন। তিনি বলেন, আজ বুধবার (২৭ মে) পর্যন্ত পেন্ডিং থাকা ৩১টি নমুনার মধ্যে ১৯টি নমুনার রিপোর্ট নেগেটিভ এসেছে। এর মধ্যে নড়াইলের ১২০ শয্যা বিশিষ্ট ডেডিকেটেড কোভিড হাসপাতালে সদ্য যোগদান করা ডাঃ সম্পা রায়ের করোনার রিপোর্ট নেগেটিভ পাওয়া গেছে।

এছাড়া জেলায় করোনা আক্রান্ত আরো ৭ জনের নমুনাসহ পেন্ডিং রয়েছে ১২টি নমুনা। এর মধ্যে লোহাগড়া উপজেলায় ৫জন এবং সদর ও কালিয়া উপজেলায় একজন করে করোনা আ’ক্রান্ত রো*গী হোম আইসো*লেশনে রয়েছেন।

নড়াইল সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আ.ফ.ম মশিউর রহমান বাবু জানান, গত ১২ মে নড়াইলের ১২০ শয্যা বিশিষ্ট ডেডিকেটেড কোভিড হাসপাতালে ১১জন চিকিৎসক যোগদান করেন। ওই দিনই সকলের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য খুলনা পাঠানো হয় এবং গত ১৬মে খুলনা থেকে দেয়া করোনার রিপোর্টে ডাঃ সম্পা রায়ের করোনা শনাক্ত হয়েছিল। তিনি এখনো হোম আই*সোলেশনে আছেন।