নড়াইলের লোহাগড়ায় ঈদের নামাজের ছবি তোলা নিয়ে সংঘ*র্ষ, আহ*ত ৩

3
87
সার ও বীজ বিতরণ

স্টাফ রিপোর্টার

নড়াইলের লোহাগড়ায় মসজিদের ভিতরে অনুষ্ঠিত ঈদের নামাজের ছবি তুলতে নিষে*ধ করার জেরে দুর্বৃ*ত্তদের অত*র্কিত হাম*লায় মহিলাসহ তিন জন আহত হয়েছে। সোমবার (২৫মে) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের আড়পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ দু’জনকে আট*ক করে। তবে পরে তাদের ছে*ড়ে দেয়া হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার আড়পাড়া গ্রামে ঈদের নামাজ পড়ার সময় মসজিদের ভিতরে ঢু*কে নোয়গ্রাম ইউনিয়নের চেয়ারম্যান জাহিদুল ইসলাম কালুর সমর্থিত মুকুল মোল্যা ও ফসিয়ার মোল্য মোবাইলের মাধ্যমে ঈদের নামাজে ছবি তুলতে শুরু করে। উপস্থিত মুসল্লিরা মসজিদের মধ্যে ছবি তুলতে নিষে*ধ করলে উভয়ের মধ্যে ত*র্ক বিত*র্ক শুরু হয়।

এক পর্যায়ে মুকুল ও ফসিয়ার মসজিদ থেকে চলে আসতে বা*ধ্য হয়। সূত্রে জানা যায়, নামাজ শেষ হওয়ার কিছু সময় পর চেয়ারম্যানের নেতৃত্বে অসি, মাসুম, মুকুল, ফসিয়ার, তনু, মইনো, ইভান, জাকারিয়া, বাবলু মোল্যাসহ ২০-২৫ জনের একদল দূর্বৃ*ত্ত আড়পাড়ার গ্রামবাসীর ওপর হাম*লা চালিয়ে মা*রপি*ট ও বাড়িঘর ভাং*চু*রের চেষ্টা করে। তখন উভয় পক্ষের মধ্যে সংঘ*র্ষ বে*ধে যায়। এতে আড়পাড়া গ্রামের মৃ*ত ছবেদ মোল্যার ছেলে ফরিদুল মোল্যা (৪৫),একই গ্রামের মৃ*ত আতিয়ার রহমানের স্ত্রী বেলোকা বেগম (৬৫) ও মৃ*ত আক্তার শেখের স্ত্রী আমেনা বেগম (৬৫) আহ*ত হন।

এ ঘটনায় ওই রাতেই পুলিশ আড়পাড়া গ্রামের মো.তরিবুর রহমান ও মো. মনি মিয়া শেখকে আট*ক করে। পরে তাদের ছে*ড়ে দেয়। এ ঘটনায় নোয়গ্রাম ইউনিয়ন চেয়ারম্যান জাহিদুল ইসলাম কালু আনিত অভিযোগ অস্বী*কার করে বলেন, ‘তাদের কোন অভিযোগ থাকলে থানায় জমা দিতে বলেন।’