নড়াইলে বঙ্গবন্ধু’র জন্ম শতবার্ষিকী ও শিশু দিবস -২০২০ পালন উপলক্ষ্যে যে আয়োজন

0
65

স্টাফ রিপোর্টার

নড়াইলে ৭ মার্চ ও ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ও শিশু দিবস -২০২০ পালন উপলক্ষ্যে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ মার্চ) সকাল সাড়ে ১০ টায় জেলা প্রশাসন, নড়াইলের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রেসবিফিং ৭ মার্চ ও ১৭ মার্চেও বিভিন্ন কর্মসূচি সম্পর্কে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা প্রশাসক আনজুমান আরা।

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কাজী মাহবুবুর রশীদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইয়ারুল ইসলাম, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবির টুকু, সাধারণ সম্পাদক মোঃ শামিমূল ইসলাম টুলু, সরকারি কর্মকর্তাগণ, জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদ কর্মিরা এ সময় উপস্থিত ছিলেন।

প্রেস ব্রিফিং এ জানানো হয়, নড়াইলের সুলতান মঞ্চ চত্বরে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে ৩০ ফুট লম্বা বঙ্গবন্ধু টাওয়ার প্রদর্শন, ২৭০/ ৮৫ ফুট বিশিষ্ট বাংলাদেশের মানচিত্র প্রদর্শন, ৬০/৩৬ ফুট বিষিশষ্ট জাতীয় পতাকা প্রদর্শন, সহস্রকণ্ঠে শুদ্ধসুরে জাতীয় সংগীত ও বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ পরিবেশন, গণ সংগীত, কবিতা আবৃতি বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এছাড়া জাতির পিতার জন্ম শতবার্ষিকী ও মুজিব বর্ষ পালন উপলক্ষ্যে ১৭ মার্চ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, জাতীয় পতাকা উত্তোলন, শিশু সমাবেশ, কেক কাটা , র‌্যালী, চিত্রাংকন, আবৃত্তি, রচনা ৭ মার্চের ভাষণ প্রতিযোগিতা, আলোচনা সভা, আতশবাজি প্রদর্শন, সাংস্কৃতিক অনুষ্ঠান, দোয়া মাহফিলসহ বছরব্যাপী বিভিন্ন কর্মসূচি পালিত হবে।