নড়াইলে ‘শতবর্ষের পথে বঙ্গবন্ধু ও সম্প্রীতির বাংলাদেশ’ শীর্ষক সংলাপ অনুষ্ঠিত

2
8
নড়াইলে ‘শতবর্ষের পথে বঙ্গবন্ধু ও সম্প্রীতির বাংলাদেশ’ শীর্ষক সংলাপ অনুষ্ঠিত
নড়াইলে ‘শতবর্ষের পথে বঙ্গবন্ধু ও সম্প্রীতির বাংলাদেশ’ শীর্ষক সংলাপ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার

নড়াইলে ‘শতবর্ষের পথে বঙ্গবন্ধু ও সম্প্রীতির বাংলাদেশ’ শীর্ষক “সম্প্রীতি সংলাপ” অনুষ্ঠিত হয়েছে। সম্প্রীতি বাংলাদেশের আয়োজনে মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ সংলাপ অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক আনজুমান আরার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সম্প্রীতি বাংলাদেশের আহবায়ক পীযূষ বন্দোপাধ্যায়। আলোচক ছিলেন সাবেক সচিব ও সম্প্রীতি বাংলাদেশের যুগ্মআহবায়ক নাসির উদ্দিন আহমেদ, সংগঠনের সদস্য মিহির কান্তি ঘোষাল।

বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস, পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার), জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু, নড়াইল পৌর মেয়র জাহাঙ্গীর   বিশ্বাস প্রমুখ।

বক্তারা বলেন, বাংলাদেশ সম্প্রীতির দেশ। সবাই মিলে দেশটাকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ বাস্তবায়নে সবাইকে একযোগে কাজ করতে হবে। অনিয়ম-দুর্নীতিকে কখনোই প্রশ্রয় দেয়া যাবে না।