বেড়াতে এসে একই পরিবারের ৪ জনের মৃত্যু

6
12

নিউজ ডেস্ক

চাঁদপুর শহরের মেঘনা নদীর মোহনায় মোলহেডে বজ্রপাতে একই পরিবারের চারজনের মৃত্যু হয়। রোববার (৬ অক্টোবর) দুপুরে বৃষ্টির সময় হঠাৎ বজ্রপাত হলে চারজন মারা যান। নিহতরা হলেন- অহিদা বেগম, তার মেয়ে রেহেনা বেগম, রেহেনা বেগমের বড় ছেলে সাব্বির, মেয়ে সামিয়া। নিহতদের গ্রামের বাড়ি কুমিল্লার চান্দিনা উপজেলার কড়াইলে। তারা সবাই চাঁদপুরের মোলহেডে বেড়াতে এসেছিলেন।

চাঁদপুর সদর হাসপাতালে আরএমও ডাঃ সুজাউদৌলা রুবেল জানান, হাসপাতালে আনার পূর্বেই তাদের মৃত্যু হয়েছে। অহিদা বেগমের মেয়ে শাহিদা জানান, ছেলে-মেয়েদের নিয়ে বড় স্টেশন মোলহেডে বেড়াতে গেলে এ ঘটনা ঘটে।

চাঁদপুর সদর থানার ওসি নাসিম উদ্দিন জানান, নিহতরা কুমিল্লার চন্দিনা থেকে চাঁদপুরে বেড়াতে এসেছিলেন। পরে বজ্রপাতে তাদের মৃত্যু হয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। নিহতদের মরদেহ চাঁদপুর সদর হাসপাতালে রাখা হয়েছে। এ ঘটনায় চাঁদপুরের ডিসি মোঃ মাজেদুর রহমান খান ৩০ হাজার টাকা করে সহায়তা দিয়েছেন।